পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ষষ্ঠ পরিচ্ছেদ
১৪১

গিয়াছেন। কু-চে-লো বা গুর্জ্জর-রাজ্য বলভীরাজ্যের উত্তরে চারি শত ক্রোশ দূরে অবস্থিত এবং ইহার পরিধি সহস্র ক্রোশের অধিক। ইহার রাজধানীর নাম পি-লো-মো-লো বা ভিল্লমাল এবং এই দেশের রাজা ক্ষত্রিয়জাতীয়[]। ভিল্লমাল বা ভিন্‌মাল রাজপুতানার আবু পর্ব্বতের পঞ্চবিংশ ক্রোশ উত্তর-পশ্চিমে অবস্থিত[]। মান্যখেতের রাষ্ট্রকূটবংশীয় রাজগণের খোদিত লিপিসমূহে গুর্জ্জরগণের সহিত বহু যুদ্ধের উল্লেখ আছে। খৃষ্টীয় অষ্টম ও নবম শতাব্দীতে উত্তরাপথের শিলালিপিসমূহে প্রতীহার নামধেয় পরাক্রান্ত রাজবংশের বহু উল্লেখ দেখিতে পাওয়া যায়। পরলোকগত A. M. T. Jackson ও শ্রীযুক্ত দেবদত্ত রামকৃষ্ণ ভাণ্ডারকর সর্ব্বপ্রথমে প্রমাণ করেন যে, রাষ্ট্রকূটরাজগণের শিলালিপিসমূহের গুর্জ্জর নর-নারীগণ ও উত্তরাপথের প্রতীহার-বংশীয় রাজগণ অভিন্ন[]। প্রতীহার-বংশীয় রাজগণের শিলালিপি ও তাম্রশাসনসমূহ হইতে প্রমাণ হইয়াছে যে, তাঁহারা ভিল্লমাল হইতে ধীরে ধীরে সমস্ত উত্তরাপথে অধিকার বিস্তার করিয়াছিলেন। খৃষ্টীয় নবম শতাব্দীতে গুর্জ্জর-রাজধানী ভিল্লমাল হইতে কান্যকুব্জে স্থানান্তরিত হইয়াছিল। এক সময়ে গুর্জ্জরসাম্রাজ্য পূর্ব্বে গৌড় দেশ হইতে পশ্চিমে সিন্ধুতীর পর্য্যন্ত এবং উত্তরে হিমালয় হইতে দক্ষিণে নর্ম্মদাতীর পর্য্যন্ত বিস্তৃত হইয়াছিল। গুর্জ্জরবংশীয় প্রতীহার-রাজগণ, মান্যখেতের রাষ্ট্রকূটরাজগণ, গৌড়-বঙ্গের পালরাজগণ, মহোবার চন্দেল্লরাজগণ ও কান্যকুব্জ-রাজগণের সহিত

  1. Watters’s On-Yuan-Chwang, Vol. II, p. 249.
  2. Journal of the Royal Asiatic Society, 1909, p. 55.
  3. Epigraphia notes and questions, iii. Journal of the Bombay Branch of the Royal Asiatic Society, Vol XXI, pp. 405-12; “Gurjaras,” Ibid, pp. 413-33.