পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ষষ্ঠ পরিচ্ছেদ
১৪৩

ভিল্লমাল ও কান্যকুব্জের রাজবংশের আদিম নরপতিগণের নাম অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। পণ্ডিতগণ অনুমান করেন যে, ভিল্লমালের প্রথম নাগভট ভরোচের তৃতীয় জয়ভটের স্বামী। গোয়ালিয়র বা গোপাদ্রির গিরিশীর্ষে একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষমধ্যে আবিষ্কৃত প্রতীহারবংশীয় সম্রাট্ প্রথম ভোজদেবের একখানি শিলালিপি হইতে প্রথম নাগভটের পরিচয় অবগত হওয়া যায়। এই খোদিত লিপি হইতে জানিতে পারা যায় যে, নাগভট সূর্য্যবংশীয় ক্ষত্রিয় এবং প্রতীহারকুলজাত[১]। তিনি কোন সময়ে ম্লেচ্ছবাহিনী পরাজিত করিয়াছিলেন[২]। ৭১২ খৃষ্টাব্দে মহম্মদ-বিন্-কাশিমের নেতৃত্বে মোয়াবিয়ার বংশজাত খলিফা অল্-ওয়ালিদের আদেশে মুসলমানগণ সর্ব্বপ্রথমে ভারতবর্ষে আসিয়াছিলেন। সিন্ধুরাজ ডাহির পরাজিত ও নিহত হইলে সিন্ধুদেশ মহম্মদ-বিন্-কাশিম কর্ত্তৃক অধিকৃত হইয়াছিল[৩]। প্রথম নাগভট বোধ

  1. আত্মারামফলাদুপার্জ্য বিজরং দেবেন দৈত্যদ্বিষা জ্যোতির্ব্বীজমকৃত্রিমে গুণবতি ক্ষেত্রে যদুপ্তং পুরা [।] শ্রেয়ঃ কন্দবপুস্ততস্সমভবদ্ভাস্বানতশ্চাপরে মন্বিক্ষ্বাকুককুস্থমূলপৃথবঃ ক্ষ্মাপালকল্পদ্রুমাঃ॥২॥ তেষাং বংশে সুজন্মা ক্রমনিহিতপদে ধাম্নি বজ্রেষু ঘোরং রামঃ পৌলস্ত্যহিন্শ্রং ক্ষতবিহতিসমিৎকর্ম্ম চক্রে পলাশৈঃ শ্লাঘ্যস্তস্যানুজোসৌ মঘবমদমুষো মেঘনাদস্য সংখ্যে সৌমিত্রিস্তীব্রদণ্ডঃ প্রতিহরণবিধের্যঃ প্রতীহার আসীৎ॥৩॥—Annual Report of the Archæological Survey of India, 1903-4, p. 280, verse 2 and 3.
  2. তদ্বন্শে প্রতিহারকেতনভৃতি ত্রৈলোক্যরক্ষাস্পদে
    দেবো নাগভটঃ পুরাতনমুনের্মূতির্ব্বভূবাদ্ভুতং।
    যেনাসৌ সুকৃতপ্রমাথিবলনম্লেচ্ছাধিপাক্ষৌহিণীঃ
    ক্ষুন্দানস্ফুরদুগ্রহেতিরুচিরের্দ্দোর্ভিশ্চতুর্ভির্ব্বভৌ॥৪॥
    —Ibid.

  3. Sir H. Elliot’s History of India, Vol. I, Note B, p. 495.