এই সময়ে বীর জয়বরাহ সৌর্য্যদিগের রাজত্বের অধিকারী ছিলেন[১]। কান্যকুব্জ জয় করিয়াই বৎসরাজ ক্ষান্ত হন নাই। তিনি ভিল্লমাল হইতে আর্য্যাবর্ত্তের পূর্ব্বপ্রান্তে আসিয়া অনায়াসে গৌড়দেশ জয় করিয়া শরদিন্দুধবল গৌড়ীয় রাজচ্ছত্রদ্বয় গ্রহণ করিয়াছিলেন। গুর্জ্জর-রাজের গৌড়-বিজয় অধিক কাল স্থায়ী হয় নাই। মান্যখেতের রাষ্ট্রকূটবংশজ ধ্রুবধারাবর্ষ কর্ত্তৃক পরাজিত হইয়া তাঁহাকে অবিলম্বে মরুভূমিতে আশ্রয় গ্রহণ করিতে হইয়াছিল। ভিল্লমাল বা কান্যকুব্জের গুর্জ্জর প্রতীহারবংশ, গৌড়ের পালরাজবংশ এবং মান্যক্ষেতের রাষ্ট্রকূট-বংশ খৃষ্টীয় অষ্টম ও নবম শতাব্দীতে উত্তরাপথের রঙ্গমঞ্চে রাষ্ট্রীয় নাট্যের প্রধান নায়ক এবং ইঁহাদিগের ইতিহাসই ভারতবর্ষের ইতিহাস।
স্বর্গীয় পণ্ডিত ভগবান্লাল ইন্দ্রজী অনুমান করিয়াছিলেন যে, রাষ্ট্রকূটগণ দাক্ষিণাত্যবাসী অনার্য্য জাতি। তাঁহার মতানুসারে এই জাতির প্রাচীন নাম ‘রট্ট’। বহু খোদিত লিপিতে রট্টগণের উল্লেখ দেখিতে পাওয়া যায়। বর্ত্তমান সময়ে দাক্ষিণাত্যে রট্টগণ ‘রেড্ডি’ নামে পরিচিত। চারণগণের কাব্যে কান্যকুব্জ ও মাড়ওয়ারের রাঠোরগণের ভিন্ন ভিন্ন বিবরণ দেখিতে পাওয়া যায়। রাঠোরগণের বংশাবলীতে তাঁহাদিগকে রামচন্দ্রের পুত্র কুশের বংশধররূপে বর্ণিত করা হইয়াছে। কিন্তু সূর্য্যবংশের চারণগণ রাঠোরগণকে হিরণ্যকশিপুর বংশধর বলিয়া থাকে[২]। বিখ্যাত
- ↑
শাকেষ্বব্দশতেষু সপ্তসু দিশং পঞ্চোত্তরেষূত্তরাং
পাতীন্দ্রায়ুধনাম্নি কৃষ্ণনৃপজে শ্রীবল্লভে দক্ষিণাম্।
পূর্বাং শ্রীমদবন্তিভূভৃতি নৃপে বৎসাদি(ধ) রাজেঽপরাং
সোর্যা(রা) ণামধিমণ্ডলে(লং) জয়যুতে বীরে বরাহেঽবতি॥
—Journal of the Royal Asiatic Society, 1909, p. 253. - ↑ If the name Ratta was strange, it might be pronounced