প্রত্নতত্ত্ববিৎ সার রামকৃষ্ণ গোপাল ভাণ্ডারকরের মতানুসারে রাষ্ট্রকূটগণ রট্ট উপাধিধারী ক্ষত্রিয়-বংশজাত। ইঁহারাই মহারাষ্ট্রের প্রাচীন অধিবাসী এবং ইঁহাদিগের নামানুসারে মহারাষ্ট্রদেশের নামকরণ হইয়াছে। মৌর্য্যবংশীয় সম্রাট্ অশোকের সময়েও রট্ট বা রাষ্ট্রকূটগণ মহারাষ্ট্র দেশের অধিবাসী ছিল। রাষ্ট্রকূট-রাজগণের তাম্রশাসনসমূহে তাঁহারা আপনাদিগকে যদুবংশজাত বলিয়া পরিচয় দিয়াছেন[১]। দাক্ষিণাত্যে ইলুরা পর্ব্বত-গুহায় দশাবতার-মূর্ত্তির নিম্নে মান্যখেতের রাষ্ট্রকূট-রাজবংশের প্রতিষ্ঠাতা দন্তিবর্ম্মার নাম পাওয়া গিয়াছে। ইনি সম্ভবতঃ খৃষ্টীয় সপ্তম শতাব্দীর দ্বিতীয় পাদে বিদ্যমান ছিলেন[২]। ইহার পূর্ব্বেও দাক্ষিণাত্যে রাষ্ট্রকূটগণের অধিকার ছিল; কারণ, চালুক্যরাজ প্রথম জয়সিংহ কৃষ্ণের পুত্র ইন্দ্র নামক অষ্টশত হস্তীর অধিপতি রাষ্ট্রকূটরাজকে পরাজিত
- ↑ The Rashtrakutas are represented to have belonged to the race of Yadu......The Rashtrakuta family was in all likelihood the main branch of the race of Kshtriyas, named Ratthas, who gave their name to the country of Maharashtra, and were found in it even in the times of Asoka, the Maurya—Bhandarkar’s Early History of the Dekkan, 2nd edition, p. 62.
- ↑ Bombay Gazetteer, Vol. I, part I, p. 120.
Ratta, Ratha or Raddi. This last form almost coincides with the modern Kanarese caste-name Reddi, which, so far as information goes, would place the Rastrakutas among the tribes of pre-sanskrit southern origin......the Bardic accounts of the origin of the Rathods of Kanauj, and Marwar vary greatly......the Rathod genealogies trace their origin to Kusa son of Rama of the solar race. The Bards of solar race hold them to be descendants of Hiranya Kasipu by a demon or Daitya mother.—Bombay Gazetteer, Vol. I, part I, pp. 119-20.