পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ষষ্ঠ পরিচ্ছেদ।
১৪৯

 বৎসরাজ খৃষ্টীয় অষ্টম শতাব্দীর শেষপাদে বিদ্যমান ছিলেন। ৭৮৩ খৃষ্টাব্দে রাষ্ট্রকূটরাজ কৃষ্ণরাজ জীবিত ছিলেন, সুতরাং তাঁহার পুত্র ধ্রুবধারাবর্ষ তখনও সিংহাসনে আরোহণ করেন নাই। অতএব ৭৮৩ খৃষ্টাব্দের পরে কোন সময়ে উত্তরাপথ-বিজেতা মহারাজ বৎসরাজ রাষ্ট্রকূটগণের সহিত যুদ্ধে পরাজিত হইয়া মরুদেশে পলায়ন করিয়াছিলেন। বৎসরাজ কর্ত্তৃক ভণ্ডির-বংশের অধিকার লোপ এবং কান্যকুব্জ অধিকার, ধ্রুব কর্ত্তৃক তাঁহার পরাজয়ের পূর্ব্বে ঘটিয়াছিল। ধ্রুব ৭০৫ হইতে ৭১৬ শকাব্দের (৭৮৩-৭৯৪ খৃষ্টাব্দ) মধ্যে রাষ্ট্রকূট-সিংহাসনের অধিকার পাইয়াছিলেন। ৭৮৩ খৃষ্টাব্দে ইন্দ্রায়ুধ উত্তরদিকের (সম্ভবতঃ কান্যকুব্জের) রাজা ছিলেন। ইন্দ্রায়ুধ গুর্জ্জর-প্রতীহার-রাজগণের অনুগ্রহ-ভিখারী ছিলেন এবং গৌড়েশ্বর ধর্ম্মপালদেব কর্তৃক তিনি রাজ্যচ্যুত হইলে, বৎসরাজের পুত্র দ্বিতীয় নাগভট তাঁহার স্বপক্ষে ধর্ম্মপালের বিরুদ্ধে অস্ত্র ধারণ করিয়াছিলেন। পরে যথাস্থানে ধর্ম্মপালদেবের সহিত দ্বিতীয় নাগভটের যুদ্ধের বিবরণের মধ্যে ইন্দ্রায়ুধের পরিচয় প্রদত্ত হইবে। গুর্জ্জর-প্রতীহার-বংশের অনুগৃহীত ইন্দ্রায়ুধ যখন ৭৮৩ খৃষ্টাব্দে কান্যকুব্জের সিংহাসনে আসীন ছিলেন, তখন বৎসরাজ কর্ত্তৃক ভণ্ডির-বংশের অধিকার লোপ নিশ্চয়ই ঐ সময়ের পূর্ব্বে ঘটিয়াছিল। এই প্রমাণের উপরে নির্ভর করিয়া বলা যাইতে পারে যে, বৎসরাজ কর্ত্তৃক ৭৮৩ খৃষ্টাব্দের পূর্ব্বে গৌড়বঙ্গ বিজিত হইয়াছিল। প্রথম কৃষ্ণরাজের দ্বিতীয় পুত্র রাষ্ট্রকূট-বংশীয় প্রথম সম্রাট্ ধ্রুবধারাবর্ষ ৭০৫ শকাব্দ হইতে ৭১৬ শকাব্দের মধ্যে কিয়ৎকাল মান্যখেতের সিংহাসনে আসীন ছিলেন। অতএব এই একাদশ বর্ষের মধ্যে গুর্জ্জররাজ বৎসরাজ তৎকর্ত্তৃক পরাজিত হইয়াছিলেন। ধ্রুবধারাবর্ষের রাজ্যকাল হইতে রাষ্ট্রকূট-সাম্রাজ্যের উন্নতির সময় আরব্ধ হইয়াছিল। তিনি তাঁহার জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিতীয়