গোবিন্দকে সিংহাসনচ্যুত করিয়া রাষ্ট্রকূট-রাজ্যের অধিকার লাভ করিয়াছিলেন[১]। তিনি দক্ষিণাপথে গঙ্গবংশীয় রাজগণকে পরাজিত করিয়া কাঞ্চী নগরের অধিপতি পল্লব-বংশীয় রাজাকে পরাজিত করিয়াছিলেন[২]। কথিত আছে যে, ধ্রুব কোশল দেশের রাজচ্ছত্র অধিকার করিয়াছিলেন[৩]। দেউলি গ্রামে আবিষ্কৃত তৃতীয় কৃষ্ণের তাম্রশাসনে দেখিতে পাওয়া যায় যে, ধ্রুবধারাবর্ষের তিনটি শ্বেতচ্ছত্র ছিল[৪]। ধ্রুবধারাবর্ষ বৎসরাজকে পরাজিত করিয়া, মরুভূমিতে পলায়ন করিতে বাধ্য করিয়া, স্বয়ং অধিক দিন
- ↑
জ্যেষ্ঠোল্লংঘনজাতয়াপ্যমলয়ালক্ষ্ম্যা সমেতোপি সং
যোভূন্নির্ম্মলমণ্ডলস্থিতিযুতো দোষাকরো ন ক্বচিৎ।
কর্ণ্ণাধস্থিতদানসন্ততিভৃতো যস্যান্যদানাধিকং
দানং বীক্ষ্য সুলজ্জিতা ইব দিশাং প্রান্তে স্থিতা দিগ্গজাঃ॥৫
Radhanpur grant of Govinda III—Epigraphia Indica, Vol. VI, p. 243.
- ↑
অন্যৈর্ন জাতু বিজিতং গুরুশক্তিসারমাক্রান্তভূতলমনন্য সমানমানং।
যেনেহ বদ্ধমবলোক্য চিরায় গঙ্গং দূরম্ স্বনিগ্রহভিয়েব কলিঃ প্রয়াতঃ॥৬
একত্রাত্মবলেন বারিনিধিনাপ্যন্যত্র রুধ্বা ঘনং
নিষ্কৃষ্টাসিভটোদ্ধতেন বিহারদ্গ্রাহাতিভীমেন চ।
মাতঙ্গান্ মদবারিনির্ঝরমুচঃ প্রাপ্যানতাৎ পল্লবাৎ
তচ্চিত্রং মদলেশমপ্যনুদিনং য স্পৃষ্টবান্ ন ক্বচিৎ॥৭
—Radhanpur Grant of Govinda III; Epigraphia Indica, Vol. VI, p. 243.
- ↑ Bhandarkar’s Early History of the Dekkan, p. 65.
- ↑
শ্বেতাতপত্রত্রিতয়েন্দুবিম্বলীলোদয়াদ্রেঃ কলিবল্লভাখ্যাৎ।
ততঃ কৃতারাতিমদেভভঙ্গো জাতো জগতুঙ্গমৃগাধিরাজঃ॥১১
—Deoli Plates of Krishna III, Epigraphia Indica, Vol. V, p. 193.