পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

চিত্র-সূচী

১। প্রথম মহীপালদেবের ষষ্ঠ রজ্যাঙ্কে লিখিত “অষ্টসাহস্রিকা-প্রজ্ঞাপারমিতার” প্রথম পট্ট ও প্রথম পত্রের চিত্র (ত্রিবর্ণ)...মুখপত্র।

২। প্রত্নপ্রস্তর ও নব্য প্রস্তর যুগের অস্ত্র।

৩। নব্যপ্রস্তর ও তাম্রযুগের অস্ত্র ও বাবিরুষীয় শিল।

৪। ধানাইদহে আবিষ্কৃত প্রথম কুমারগুপ্তের তাম্রশাসন।

৫। চণ্ডীমৌগ্রামে আবিষ্কৃত কীরাতার্জ্জুনীয়ের চিত্র।

৬। বুদ্ধগয়ায় আবিষ্কৃত পিত্তলময় বৌদ্ধমূর্ত্তি।

৭। প্রাচীনমুদ্রা:—(১) প্রাচীন ছাঁচে ঢালাই তাম্রমুদ্রা, চতুষ্কোণ (২) প্রাচীন ছাঁচে ঢালাই তাম্রমুদ্রা, গোল, (৩) প্রথম চন্দ্রগুপ্তের মুদ্রা, (৪) সমুদ্রগুপ্তের অশ্বমেধের মুদ্রা, (৫) দ্বিতীয় চন্দ্রগুপ্তের মুদ্রা (৬) ময়ূরবাহন প্রথম কুমারগুপ্তের মুদ্রা, (৭) অশ্বারোহী প্রথম কুমারগুপ্তের মুদ্রা।

৮। প্রাচীন মুদ্রা:—(১) হস্তিপৃষ্ঠে প্রথম কুমারগুপ্তের মুদ্রা, (২) স্কন্দগুপ্তের মুদ্রা, (৬) শশাঙ্কের মুদ্রা, (৪।৫) মগধের গুপ্ত-রাজগণের মুদ্রা, (৬) শশাঙ্কের (?) মুদ্রা, (৭) বিগ্রহপালের রজত মুদ্রা।

৯। আশ্‌রফপুরে আবিষ্কৃত পিত্তলময় চৈত্য।

১০। বৌদ্ধগয়ায় আবিষ্কৃত কেশবের শিলালিপি।

১১। বিষ্ণুপাদ মন্দিরে আবিষ্কৃত নারায়ণপালের সপ্তম রাজ্যাঙ্কের শিলালিপি।

১২। নারায়ণপালের ৫৪ রাজ্যাঙ্কে প্রতিষ্ঠিত পার্ব্বতী মূর্ত্তি।