পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/২২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



পরিশিষ্ট (চ)

রাষ্ট্রকূট-রাজবংশ:—

দন্তিবর্ম্মা
১ম ইন্দ্র
১ম কক্ক
২য় ইন্দ্রধ্রুবকৃষ্ণ
দন্তিদুর্গগোবিন্দ২য় গোবিন্দ ধ্রুব
বা ধারাবর্ষ
দন্তিবর্ম্মা২য় কক্ক
৩য় গোবিন্দ ইন্দ্র
(গুজরাটের সামন্ত-বংশের প্রতিষ্ঠাতা)
শর্ব্ব
(১ম অমোঘবর্ষ)
কক্কগোবিন্দ
২য় কৃষ্ণ(প্রভূতবর্ষ)
(অকালবর্ষ)দন্তিবর্ম্মাধ্রুব ধারাবর্ষ
জগত্তুঙ্গঅকালবর্ষঅকালবর্ষ
(শুভতুঙ্গ)
৩য় ইন্দ্র
(নিত্যবর্ষ)
বড্ডিগ
(৩য় অমোঘবর্ষ)
২য় ধ্রুব
২য় অমোঘবর্ষ৪র্থ গোবিন্দ
৩য় কৃষ্ণখোট্টিকনিরুপম
(অকালবর্ষ)
 কক্ক
 বা
 (৪র্থ অমোঘবর্ষ)