পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সপ্তম পরিচ্ছেদ।
২০১

ভিল্লমাল ও কান্যকুব্জের গুর্জ্জর-প্রতীহার-বংশ:—

প্রতীহার
১ম নাগভট (?)
ককুস্থদেবশক্তি
বৎসরাজ
২য় নাগভট
রামভদ্র
১ম ভোজ
(মিহির, প্রভাস বা আদিবরাহ)
মহেন্দ্রপাল
 ২য় ভোজ মহীপাল
 দেবপাল
 বিজয়পাল
 রাজ্যপাল
 ত্রিলোচনপাল

গৌড়-বঙ্গের পাল-রাজবংশ:—

দয়িতবিষ্ণু
বপ্যট
(১) ১ম গোপালদেদ্দদেবী
(২) ধর্ম্মপালরণ্ণাদেবী বাকপাল
ত্রিভুবনপাল(৩) দেবপালজয়পাল
রাজ্যপাল(৪) ১ম শূরপাললজ্জাদেবী
বা