পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২০২
বাঙ্গালার ইতিহাস।
১ম বিগ্রহপাল
(৫) নারায়ণপাল
(৬) রাজ্যপালভাগ্যদেবী
(৭) ২য় গোপাল
(৮) ২য় বিগ্রহপাল
(৯) ১ম মহীপাল
(১০) নয়পালস্থিরপালবসন্তপাল
(১১) ৩য় বিগ্রহপালযৌবনশ্রী 
(১২) ২য় মহীপাল(১৩) ২য় শূরপাল(১৪) রামপাল
রাজ্যপাল(১৫) কুমারপাল(১৭) মদনপালচিত্রমতিকাদেবী
(১৬) ৩য় গোপাল
(১৮) গোবিন্দপাল

 বঙ্গদেশে আবিষ্কৃত কতকগুলি কুলশাস্ত্র হইতে অবগত হওয়া যায় যে, ধর্ম্মপাল ভট্টনারায়ণের পুত্র আদিগাঞি ওঝাকে গঙ্গাতীরে ধামসার নামক একখানি গ্রাম দান করিয়াছিলেন।

রাজা শ্রীধর্ম্মপালঃ সুখমসরধুনীতীরদেশে বিধাতুং
নাম্নাদিগাঞিবিপ্রং গুণযুততনয়ং ভট্টনারায়ণস্য।
যজ্ঞান্তে দক্ষিণার্থং সকনকরজতৈর্ধামসারাভিধানং
গ্রামং তস্মৈ বিচিত্রং সুরপুরসদৃশং প্রাদদৎ পুণ্যকামঃ॥
—বঙ্গের জাতীয় ইতিহাস, (রাজন্যকাণ্ড), পৃঃ ১৫৬, পাদটীকা ৪১।