(বর্ত্তমান পেশাবর) নগরে অবস্থিত ছিল[১]। বীরদেব কণিষ্কবিহারে সর্ব্বজ্ঞশান্তি নামক জনৈক বৌদ্ধাচার্য্যের নিকট দীক্ষা গ্রহণ করিয়া তীর্থযাত্রা উপলক্ষে মগধে আসিয়াছিলেন[২]। তিনি মহাবোধি দর্শন করিয়া যশোবর্ম্মপুর (বর্ত্তমান নাম ঘোষরাঁবা) বিহারে আগমন করিলে দেবপালদেব তাঁহাকে পূজা করিয়াছিলেন[৩]। দেবপাল তাঁহাকে নালন্দা মহাবিহারের সঙ্ঘস্থবির নিযুক্ত করিয়াছিলেন[৪]। নালন্দায় অবস্থানকালে বীরদের ইন্দ্রশিলা পর্ব্বতে[৫] দুইটি চৈত্য নির্ম্মাণ করাইয়া-
- ↑ পরিব্রাজক ইউয়ান্-চোয়াং পুরুষপুর নগরের উপকণ্ঠে কণিষ্কের মহাবিহার দর্শন করিয়াছিলেন—Watters’s On—Yuan Chwang, Vol. I, p. 208.
- ↑
বজ্রাসনং বন্দিতুমেকদাঽথ
শ্রীমন্মহাবোধিমুপাগতোঽসৌ।
দ্রষ্টুং ততোঽগাৎ সহ দেশি-ভিক্ষূন্
শ্রীমৎযশোবর্ম্মপুরং বিহারম্॥ ৮
—গৌড়লেখমালা, পৃঃ ৪৮।
- ↑
তিষ্ঠন্নথেহ সুচিরং প্রতিপত্তিসারঃ
শ্রীদেবপাল-ভুবনাধিপলব্ধ-পূজঃ।
প্রাপ্ত-প্রভঃ প্রতিদিনোদয়-পূরিতাশঃ
পূষেব দারিততমঃপ্রসরো ররাজ॥ ৯
—গৌড়রাজমালা, পৃঃ ৪৮।
- ↑
ভিক্ষোরাত্মসমঃ সুহৃদ্ভুজ ইব শ্রীসত্যবোধের্নিজো
নালন্দা পরিপালনায় নিয়তঃ সংঘস্থিতের্য স্থিতঃ।
যেনৈতৌ স্ফুটমিন্দ্রশৈলমুকুট-শ্রীচৈত্য-চূড়ামণী
শ্রামণ্যব্রত-সম্বৃতেন জগতঃ শ্রেয়োঽর্থমুত্থাপিতৌ॥ ১০
—গৌড়লেখমালা, পৃঃ ৪৮-৪৯।
- ↑ ইন্দ্রশিলা পর্ব্বতের বর্ত্তমান নাম গিরিয়েক। ইহা পাটনা জিলায়, বিহার মহকুমায় প্রাচীন রাজগৃহ হইতে পাঁচ ক্রোশ দূরে অবস্থিত।