পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/২৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



২২৬
বাঙ্গালার ইতিহাস।

করিয়া কীর্ত্তিলাভ করিয়াছিলেন[১]। রাজ্যপাল রাষ্ট্রকূটবংশীয় তুঙ্গ নামক জনৈক নরপতির কন্যা ভাগ্যদেবীর পাণিগ্রহণ করিয়াছিলেন[২]। নালন্দার ধ্বংসাবশেষ মধ্যে রাজ্যপালের ২৪ রাজ্যাঙ্কে উৎকীর্ণ খোদিতলিপিযুক্ত একটি স্তম্ভ আবিষ্কৃত হইয়াছে, এই স্তম্ভটি বড়গাঁও গ্রামে একটি আধুনিক জৈন-মন্দিরে রক্ষিত আছে[৩]। তাঁহার একমাত্র পুত্রের নাম আবিষ্কৃত হইয়াছে। ইনিই দ্বিতীয় গোপালদেব। রাজ্যপালের শ্বশুরের প্রকৃত পরিচয় অদ্যাপি স্থির হয় নাই। স্বর্গীয় ডাঃ কিল্‌হর্ণ অনুমান করিয়াছিলেন যে, রাষ্ট্রকূট-রাজ দ্বিতীয় কৃষ্ণের পুত্র জগত্তুঙ্গই রাজ্যপালের শ্বশুর[৪]। শ্রীযুক্ত নগেন্দ্রনাথ বসু অনুমান করেন যে, শুভতুঙ্গ উপাধিধারী দ্বিতীয় কৃষ্ণই রাজ্যপালদেবের শ্বশুর[৫]। তুঙ্গধর্ম্মাবলোক নামক জনৈক রাজার একখানি শিলালিপি বহুকাল পূর্ব্বে বুদ্ধগয়ায় আবিষ্কৃত হইয়াছিল। স্বর্গীয় রাজা রাজেন্দ্রলাল মিত্র এই শিলালিপির পাঠোদ্ধার করিয়াছিলেন[৬]। সম্ভবতঃ ইনিই রাজ্যপালদেবের শ্বশুর।

  1. তোয়া[শ]য়ৈর্জ্জলধি[মূল]-গভীরগর্ভৈ-
    র্দ্দেবালয়ৈশ্চ কুলভূধরতুল্য-কক্ষৈঃ।
    বিখ্যাতকীর্তির[ভব]ত্তনয়শ্চ তস্য
    শ্রীরাজ্যপাল ইতি মধ্যমলোক-পালঃ॥ ৭
    —গৌড়লেখমালা, পৃঃ ৯৪।

  2. তস্মাৎ পূর্ব্বক্ষিতিধ্রান্নিধিরিব মহসাং[রাষ্ট্র]কূটা[ন্ব]য়েন্দো-
    স্তুঙ্গস্যোত্তুঙ্গমৌলের্দ্দুহিতরি তনয়ো ভাগ্যদেব্যাং প্রসূতঃ।
    শ্রীমান্ গোপালদেবশ্চিরতরম[বনেরেক]পত্ন্যা ইবৈকো
    ভর্ত্তাভূন্নৈক-[রত্নদ্যু]তি-খচিত-চতুঃসিন্ধুচিত্রাশুংকায়াঃ॥ ৮
    —গৌড়লেখমালা, পৃঃ ৯৪।

  3. Indian Antiquary, 1917, Vol. XLVII, p. 111.
  4. Journal of the Asiatic Society of Bengal, 1892. pt. I, p. 80.
  5. বঙ্গের জাতীয় ইতিহাস (রাজন্যকাণ্ড), পৃঃ ১২৮।
  6. Buddha-Gaya. p, 195. pl. XL.