করিয়া কীর্ত্তিলাভ করিয়াছিলেন[১]। রাজ্যপাল রাষ্ট্রকূটবংশীয় তুঙ্গ নামক জনৈক নরপতির কন্যা ভাগ্যদেবীর পাণিগ্রহণ করিয়াছিলেন[২]। নালন্দার ধ্বংসাবশেষ মধ্যে রাজ্যপালের ২৪ রাজ্যাঙ্কে উৎকীর্ণ খোদিতলিপিযুক্ত একটি স্তম্ভ আবিষ্কৃত হইয়াছে, এই স্তম্ভটি বড়গাঁও গ্রামে একটি আধুনিক জৈন-মন্দিরে রক্ষিত আছে[৩]। তাঁহার একমাত্র পুত্রের নাম আবিষ্কৃত হইয়াছে। ইনিই দ্বিতীয় গোপালদেব। রাজ্যপালের শ্বশুরের প্রকৃত পরিচয় অদ্যাপি স্থির হয় নাই। স্বর্গীয় ডাঃ কিল্হর্ণ অনুমান করিয়াছিলেন যে, রাষ্ট্রকূট-রাজ দ্বিতীয় কৃষ্ণের পুত্র জগত্তুঙ্গই রাজ্যপালের শ্বশুর[৪]। শ্রীযুক্ত নগেন্দ্রনাথ বসু অনুমান করেন যে, শুভতুঙ্গ উপাধিধারী দ্বিতীয় কৃষ্ণই রাজ্যপালদেবের শ্বশুর[৫]। তুঙ্গধর্ম্মাবলোক নামক জনৈক রাজার একখানি শিলালিপি বহুকাল পূর্ব্বে বুদ্ধগয়ায় আবিষ্কৃত হইয়াছিল। স্বর্গীয় রাজা রাজেন্দ্রলাল মিত্র এই শিলালিপির পাঠোদ্ধার করিয়াছিলেন[৬]। সম্ভবতঃ ইনিই রাজ্যপালদেবের শ্বশুর।
- ↑
তোয়া[শ]য়ৈর্জ্জলধি[মূল]-গভীরগর্ভৈ-
র্দ্দেবালয়ৈশ্চ কুলভূধরতুল্য-কক্ষৈঃ।
বিখ্যাতকীর্তির[ভব]ত্তনয়শ্চ তস্য
শ্রীরাজ্যপাল ইতি মধ্যমলোক-পালঃ॥ ৭
—গৌড়লেখমালা, পৃঃ ৯৪। - ↑
তস্মাৎ পূর্ব্বক্ষিতিধ্রান্নিধিরিব মহসাং[রাষ্ট্র]কূটা[ন্ব]য়েন্দো-
স্তুঙ্গস্যোত্তুঙ্গমৌলের্দ্দুহিতরি তনয়ো ভাগ্যদেব্যাং প্রসূতঃ।
শ্রীমান্ গোপালদেবশ্চিরতরম[বনেরেক]পত্ন্যা ইবৈকো
ভর্ত্তাভূন্নৈক-[রত্নদ্যু]তি-খচিত-চতুঃসিন্ধুচিত্রাশুংকায়াঃ॥ ৮
—গৌড়লেখমালা, পৃঃ ৯৪।
- ↑ Indian Antiquary, 1917, Vol. XLVII, p. 111.
- ↑ Journal of the Asiatic Society of Bengal, 1892. pt. I, p. 80.
- ↑ বঙ্গের জাতীয় ইতিহাস (রাজন্যকাণ্ড), পৃঃ ১২৮।
- ↑ Buddha-Gaya. p, 195. pl. XL.