মজঃফরপুর জেলায় ইমাদপুর গ্রামে আবিষ্কৃত কতকগুলি পিত্তলমূর্ত্তি মহীপালদেবের ৪৮শ রাজ্যাঙ্কে প্রতিষ্ঠিত হইয়াছিল[১]। তিব্বতীয় ইতিহাসকার লামা তারানাথ বলেন যে, মহীপালদেব বায়ান্ন বৎসর কাল রাজত্ব করিয়াছিলেন[২]। ইমাদপুরের মূর্ত্তিগুলির খোদিতলিপির উপরে নির্ভর করিয়া তারানাথের উক্তি, ঐতিহাসিক সত্যরূপে গ্রহণ করা যাইতে পারে। প্রথম মহীপালদেবের মৃত্যুর পরে তৎপুত্র নয়পালদেব গৌড়-মগধ-বঙ্গের সিংহাসনে আরোহণ করিয়াছিলেন[৩]। বাণগড়ে আবিষ্কৃত মহীপালদেবের তাম্রশাসন হইতে অবগত হওয়া যায় যে, বামনভট্ট মহীপালদেবের মন্ত্রী ছিলেন। এই বামনভট্টই বাণগড় তাম্রশাসনের দূতক[৪]।
স্থিরপাল ও বসন্তপালের সারনাথলিপি যে সময়ে উৎকীর্ণ হইয়াছিল, সে সময়ে প্রথম মহীপালদেবের মৃত্যু হইয়াছিল বলিয়া অনুমান হয়; কারণ, প্রথমতঃ সারনাথ-লিপিতে, ‘প্রবর্দ্ধমানবিজয়রাজ্যে’ অথবা ‘কল্যাণ-বিজয়-রাজ্যে’ ইত্যাদি কোন পদ ব্যবহৃত হয় নাই। সারনাথ-লিপিতে ‘অকারয়ৎ’ পদ ব্যবহৃত হইয়াছে, ইহা হইতে অনুমান হয় যে, মূর্ত্তি
- ↑ Indian Antiquary, Vol. XIV, p. 165, note, 17.
- ↑ Ibid, Vol. IV, p. 366.
- ↑
ত্যজন্ দোষাসঙ্গং শিরসি কৃতপাদঃ ক্ষিতিভৃতাং
বিতন্বন্ সর্ব্বাশাঃ প্রসভমুদয়াদ্রেরিব রবিঃ।
হতধ্বান্ত-স্নিগ্ধপ্রকৃতিরনুরাগৈকবসতি
স্ততো ধন্যঃ পুণ্যৈরজনি নয়পালো নরপতিঃ॥ ১২
—গৌড়লেখমালা, পৃঃ ১২৫।
- ↑ গৌড়লেখমালা, পৃঃ ৯৯।
ডিংডীরাবলিচংদ্রমংডলমিলন্মুক্তাকলাপোজ্জ্বলৈ-
স্ত্রৈলোক্যং সকলং যশোভিরচলৈর্যোজস্রমাপূরয়ৎ॥
—দুবকুণ্ডে আবিষ্কৃত বিক্রমসিংহের শিলালিপি।
—Epigraphia lndica, Vol. II, p. 237.