পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/৩০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৮২
বাঙ্গালার ইতিহাস।

ছিলেন[১]। পর্য্যটনাক্তে রামপাল বুঝিতে পারিলেন যে, সামন্তগণ তাঁহার ব্যবহারে সন্তুষ্ট হইয়াছেন[২]। তদনন্তর তিনি পদাতিক, অশ্ব ও গজারোহী সেনা সংগ্রহ করিলেন। এই সময়ে তাঁহাকে নদীতীরস্থিত বহু ভূমি ও বিপুল অর্থ দান করিতে হইয়াছিল[৩]

 ত্রিবিধ সেনা সংগৃহীত হইলে রামপালদেবের মাতুল-পুত্র রাষ্ট্রকূটবংশীয় শিবরাজদেব সেনা লইয়া রামপালের আদেশে গঙ্গা পার হইয়াছিলেন[৪]। মহাপ্রতীহার শিবরাজদেব কৈবর্ত্ত-রাজ্যে অবস্থিত বিষয় ও গ্রামগুলি ভীমবেগে আক্রমণ করায় ভীমের প্রজাগণ বিপন্ন হইয়া পড়িয়াছিল। দেব-ব্রাহ্মণাদির ভূমি রক্ষা করিবার জন্য শিবরাজ “ইহা কোন্ বিষয়, ইহা কোন্ গ্রাম,” ইত্যাদি প্রশ্ন জিজ্ঞাসা করিতে আরম্ভ করিয়া-

  1. রামপালেন সামন্তচক্রং প্রণিনীষুনা পৃথ্বী পর্য্যটিতা। তত্র ব্যালা আগ্রহারিকা বৈষয়িকা আটবিকা অটবীয়সামন্তাঃ উর্ব্বীভৃদ্রাজা। ইষ্টার্থোঽভিলষিতার্থঃ।
    —রামচরিত, ১।৪৩ টীকা।
  2. অন্যত্র সহ সম্বদ্ধার্থং সামন্তব্রজং বক্ষ্যমাণনায়কং অন্বয়স্যাভ্যুদয়স্য ভবনং অবিতনয়ং গূঢ়ানীতিং মিত্রকোটিপ্রবিষ্টং স রামপালোঽনুমেনে॥
    —রামচরিত, ১।৪৪ টীকা।
  3. দেবেনভুবো বিপুলদ্রবিণস্য চ দানতঃ সুখাচক্রে।
    অমুনা হরিনাগপদাতিলব্ধবহলত্রভাবোঽসৌ॥

     অন্যত্র। অমুনা দেবেন রাজ্ঞাঽসৌ সামন্তব্রজঃ হরয়োঽশ্বা নাগা হস্তিনঃ পদাতয়ঃ এভির্লব্ধো বহলঃ প্রভাবো যেন স তাটকভুবো ভূমের্বিপুলস্য ধনস্য চ দানতস্যাগাৎ অনুকূলিতঃ॥ —রামচরিত, ১।৪৫ টীকা।

  4. অন্যত্র তরসাবলেন শিবরাজেন শিবরাজনাম্না মহাপ্রতীহারেণ রাষ্ট্রকূটমাণিক্যেন অস্য রামপালস্য ভর্ত্তুরাজ্ঞয়া হিতৈষিণা আশু শীঘ্রং গজেন বলবতা সৈন্যবতা তুরঙ্গপুঙ্গবৈঃ খ্যাতং শৌর্য্যং যস্য। খরগুঃ তীক্ষ্ণারশ্মিস্তস্যেব রুগ্ দীপ্তির্যস্য সূর্য্যবত্তেজস্বিনেত্যর্থঃ॥ রণো যুদ্ধং তত্রত্যবিক্রমেণ দীর্ণঃ ভীতঃ ইন্দ্রো যস্মাৎ কেশরিকিশোরসদৃশেন শোভান্বীতেন পঞ্চাঙ্গপ্রসাদালঙ্কারেণ মহাতটিনী গঙ্গা লংঘিতা॥
    —রামচরিত, ১।৪৭ টীকা।