এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দশম পরিচ্ছেদ।
৩০৭
পাল, গাহডবাল, বর্ম্ম, ছিক্কোর, রাষ্ট্রকূট ও কলচুরিবংশের রাজগণের সম্বন্ধ।
কান্যকুব্জের গাহডবালবংশ | পীঠীর ছিক্কোর বংশ | মগধের রাষ্ট্রকূট বংশ | পালবংশ | দাহলের কলচুরি বা চেদিবংশ | বঙ্গের যাদববংশ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
প্রথম মহীপাল | গাঙ্গেয় | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
? | নয়পাল | কর্ণ্ণ | বজ্রবর্ম্মা | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বল্লভরাজ | মহন বা মথন | সুবর্ণ | কন্যা | তৃতীয় বিগ্রহপাল | কন্যা (যৌবনশ্রী) | যশঃকর্ণ | কন্যা (বীরশ্রী) | জাতবর্ম্মা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
চন্দ্রদেব | দেবরক্ষিত | শঙ্করদেবী | কাহ্নুরদেব | রামপাল | ২য় মহীপাল | ২য় শূরপাল | গয়কর্ণ | শ্যামলবর্ম্মা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
গোবিন্দচন্দ্র | কুমারদেবী | রাজ্যপাল | কুমারপাল | মদনপাল | নরসিংহ | ভোজবর্ম্মা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বিজয়চন্দ্র | তৃতীয় গোপাল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জয়চ্চন্দ্র | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
হরিশ্চন্দ্র | গোবিন্দপাল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||