পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/৩২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
একাদশ পরিচ্ছেদ।
৩০৯

সেই সিংহের গ্রাসত্রাসে সন্ত্রস্ত হইয়া চন্দ্রমণ্ডলমধ্যস্থ বিম্বাঙ্করূপী মৃগ পলায়নপর হইবে[১]।” সর্ব্বপ্রথমে বোধ হয় উৎকল-রাজ অনন্তবর্ম্মা চোড়গঙ্গ গৌড়রাজ্য আক্রমণ করিয়াছিলেন, কারণ বৈদ্যদেবের তাম্রশাসনে কুমারপালের রাজ্যকালের ঘটনাবলীর মধ্যে সর্ব্বপ্রথমে দক্ষিণবঙ্গে নৌযুদ্ধের উল্লেখ দেখিতে পাওয়া যায়[২]। উৎকল-রাজ দ্বিতীয় নরসিংহের তাম্রশাসনে দেখিতে পাওয়া যায় যে, অনন্তবর্ম্মা গঙ্গা তীরবর্ত্তী ভূভাগের কর সংগ্রহ করিয়াছিলেন[৩]। ইহা হইতে অনুমান হয় যে, অনন্তবর্ম্মা উত্তররাঢ়া ও দক্ষিণরাঢ়া অধিকার করিয়াছিলেন। এই তাম্রশাসনের আর এক স্থানে দেখিতে পাওয়া যায় যে, অনন্তবর্ম্মা মন্দারদূর্গ অধিকার করিয়া মন্দারাধিপতিকে পলায়ন করিতে বাধ্য করিয়াছিলেন[৪]। এই সময়ে দক্ষিণবঙ্গে একটি নৌ-যুদ্ধে বৈদ্যদেব জয়লাভ করিয়াছিলেন। “দক্ষিণবঙ্গের সমরবিজয় ব্যাপারে চতুর্দ্দিক হইতে সমুত্থিত তদীয় নৌবাট হী হী রবে সন্ত্রস্ত হইয়াও, দিগ্‌গজসমূহ

  1. সোয়ং রামনরেন্দ্রজস্য সচিবঃ সাম্রাজ্যলক্ষ্মীজুষঃ
    প্রখ্যাতস্য কুমারপালনৃপতেশ্চিত্তানুরূপোঽভবৎ।
    যস্যারাতি-কিরীট-হাটক-কৃত-প্রাসাদ-কণ্ঠীরব-
    গ্রাস-ত্রাস-বশাদপৈষ্যতি বিধোর্বিম্বাঙ্করূপী মৃগঃ॥ ৯
    —গৌড়লেখমালা, পৃঃ ১৩০।

  2. গৌড়লেখমালা, পৃঃ ১৩০, ১৩৯।
  3. গৃহ্ণাতি স্ম করং ভূমের্গঙ্গাগোতমগঙ্গয়োঃ।
    মধ্যে পশ্যৎসু বীরেষু প্রৌঢ়ঃ প্রৌঢ়ঃস্ত্রিয়া ইব॥ ২২
     —দ্বিতীয় নরসিংহের তাম্রশাসন—Journal of the Asiatic Society of Bengal, 1896, pt. I, p. 239.

  4. আরম্যানগরাৎ কলিঙ্গজবলপ্রত্যুগ্রভগ্নাবৃতি
    প্রাকারায়ততোরণপ্রভৃতিতো গঙ্গাতটস্থাত্ততঃ।
    পার্থাস্ত্রৈর্যুধি জর্জ্জরীকৃতনমদ্রাধেয়গাত্রাকৃতি
    র্ম্মন্দারাধিপতিগর্গতো রণভুবো গঙ্গেশ্বরানুদ্রুতঃ॥ ৩০
    —Ibid, p. 241.