পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/৩৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩১০
বাঙ্গালার ইতিহাস।

গম্যস্থানের অসদ্ভাবেই স্বস্থান হইতে বিচলিত হইতে পারে নাই। উৎপতনশীল ক্ষেপণী বিক্ষেপে সমুৎক্ষিপ্ত জলকণাসমূহ আকাশে স্থিরতা লাভ করিতে পারিলে চন্দ্রমণ্ডল কলঙ্কমুক্ত হইতে পারিত[১]।” এই সময়ে অনন্তবর্ম্মা চোড়গঙ্গের সাহায্যে বিজয়সেন বোধ হয় উত্তররাঢ়া ও দক্ষিণরাঢ়া অধিকার করিয়াছিলেন। ইহার পরে পাল-রাজগণ আর কখনও দক্ষিণবঙ্গে অধিকার বিস্তার করিতে পারিয়াছিলেন বলিয়া বোধ হয় না। এই সময়ে “পূর্ব্বদিগ্বিভাগে বহুমান প্রাপ্ত তিঙ্গ্যদেব নৃপতির বিদ্রোহবিকার শ্রবণ করিয়া গৌড়েশ্বর তাঁহার রাজ্যে এইরূপ বিপুলকীর্ত্তি সম্পন্ন বৈদ্যদেবকে নরেশ্বর পদে নিযুক্ত করিয়াছিলেন[২]।” বৈদ্যদেব কামরূপরাজকে পরাজিত করিয়া স্বয়ং কামরূপের সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। “সাক্ষাৎমার্তণ্ডবিক্রম বিজয়শীল সেই বৈদ্যদেব আপন তেজস্বী প্রভুর আজ্ঞাকে মাল্যদানের ন্যায় মস্তকে ধারণ করিয়া কতিপয় দিবসের দ্রুত রণযাত্রার অবসানে নিজভুজবিমর্দ্দনে সেই অবনিপতিকে যুদ্ধে পরাভূত করিবার পর, তদীয় রাজ্যে মহীপতি হইয়াছিলেন[৩]।”

  1. যস্যানুত্তরবঙ্গসঙ্গরজয়ে নৌবাটহীহীরব
    ত্রস্তৈর্দ্দিক্করিভিশ্চ যন্নচলিতং চেন্নাস্তি তদ্গম্যভূঃ।
    কিঞ্চোৎপাতুককেনিপাতপতনপ্রোৎসর্পিতৈঃ শীকরৈ
    রাকাশে স্থিরতাকৃতা যদি ভবেৎ স্যান্নিষ্কলঙ্কঃ শশী॥ ১১
    —গৌড়লেখমালা, পৃঃ ১৩০।

  2. এতাদৃশোহরিহরিদ্ভুবিসৎকৃতস্য
    শ্রীতিম্গ্যদেবনৃপতের্ব্বিকৃতিং নিশম্য।
    গৌড়েশ্বরেণ ভুবি তস্য নরেশ্বরত্বে
    শ্রীবৈদ্যদেব উরুকীর্ত্তিরয়ং নিযুক্তঃ॥ ১৩
    —গৌড়লেখমালা, পৃঃ ১৩১।

  3. র্ন্নিজভুজপরিষ্পন্দৈঃ সাক্ষাদ্দিবস্পতিবিক্রমঃ॥ ১৪স্রজমিব শিরস্যাদায়াজ্ঞাং প্রভোরুরুতেজসঃ
    কতিপয়দিনৈর্দ্দত্তা জিষ্ণুঃ প্রয়াণমসৌদ্রুতং।