পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/৩৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
একাদশ পরিচ্ছেদ।
৩১৫

করুণাধার, শত্রুসেনাসাগরে প্রলয়তপন, সামন্তসেন জন্মগ্রহণ করিয়াছিলেন। তিনি কীর্ত্তিজ্যোৎস্নায় সমুজ্জ্বল শোভা প্রাপ্ত হইয়া প্রিয়জনরূপ কুমুদবনের উল্লাসলীলাসম্পাদক শশধররূপে প্রতিভাত হইতেন; এবং আজন্ম স্নেহপাশনিবদ্ধ বন্ধুগণের মনোরাজ্যে সিদ্ধিপ্রতিষ্ঠায় শ্রীপর্ব্বতের ন্যায় বিরাজমান ছিলেন[১]।”

 রাজসাহী জেলায় দেবপাড়া গ্রামে আবিষ্কৃত প্রদ্যুম্নেশ্বর মন্দিরের শিলালিপি হইতে অবগত হওয়া যায় যে, সামন্তসেন কর্ণাটলক্ষ্মীর লুণ্ঠনকারী দস্যুগণকে একাকী নিহত করিয়াছিলেন[২]। সামন্তসেন বৃদ্ধবয়সে গঙ্গাতীরে হোমধূম-সুগন্ধী ঋষিগণের বাসস্থানে বিচরণ করিতেন[৩]। সামন্তসেনের কোন খোদিত লিপি বা তাম্রশাসন অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। তাঁহার পত্নীর নামও সেন-রাজগণের কোন খোদিতলিপিতে দেখিতে পাওয়া যায় নাই। সামন্তসেনের পুত্রের নাম হেমন্তসেন। হেমন্তসেন সম্বন্ধে দেবপাড়ার শিলালিপিতে কথিত আছে যে, তিনি “নিজভুজ-মদমত্ত অরাতি”গণকে বিনাশ করিয়াছিলেন[৪]। তাঁহার

  1. সাহিত্য, ২২শ বর্ষ, ১৩১৮, পৃঃ ৫৭৬।
  2. দুর্ব্বৃত্তানাময়মরিকুলাকীর্ণ্ণকর্ণাটলক্ষ্মী-
    লুণ্ঠাকানাং কদনমতনোত্তাদৃগেকাঙ্গবীরঃ।
    যস্মাদদ্যাপ্যবিহতবসামান্সমেদঃ সুভিক্ষাং
    হৃষ্যৎপৌরস্ত্যজতি ন দিশং দক্ষিণাং প্রেতভর্ত্তা॥ ৮
    —Epigraphia Indica, Vol. 1, p. 308.

  3. উদ্গন্ধীন্যাজ্যধূমৈর্ম্মৃগশিশুরসিতাখিন্নবৈখানসস্ত্রী-
    স্তন্যক্ষীরাণি কীরপ্রকরপরিচিতব্রহ্মপারায়ণানি।
    যেনাসেব্যন্ত শেষে বয়সি ভবভয়াস্কন্দিভির্ম্মস্করীন্দ্রৈঃ
    পূর্ণ্ণোৎসঙ্গানি গঙ্গাপুলিনপরিসরারণ্যপুণ্যাশ্রমাণি॥ ৯ —Ibid.

  4. অচরমপরমাত্মজ্ঞানভীষ্মাদমুষ্মান্নিজভুজমদমত্তারাতিমারাঙ্কবীরঃ।
    অভবদনবসানোদ্ভিন্ননির্ণ্ণিক্ততত্তদ্গুণনিবহমহিম্নাং বেশ্ম হেমন্তসেনঃ॥ ১০
    —Ibid.