পরে বোধ হয় উৎকল-রাজ দ্বিতীয়বার রাঢ় আক্রমণ করিয়াছিলেন, এবং সেই সময়ে বোধ হয় বিজয়সেন তাঁহাকে পরাজিত করিয়াছিলেন। বিজয়সেন কর্ত্তৃক পরাজিত নান্যদেব মিথিলার রাজা। তিনি মিথিলার কার্ণাটক রাজবংশের প্রতিষ্ঠাতা। নেপালের রাজা জয়প্রতাপমল্লের শিলালিপিতে নান্যদেব কার্ণাটক রাজবংশের প্রথম রাজা বলিয়া উল্লিখিত হইয়াছেন[১]। নেপাল-রাজগণের বংশাবলীতে কার্ণাটক রাজবংশের তালিকায় সর্ব্ব প্রথমে নান্যদেবের নাম দেখিতে পাওয়া যায়[২]। বার্লিনের প্রাচ্যবিদ্যানুশীলন সমিতির গ্রন্থাগারে ১০১৯ শকাব্দে (১০৯৭ খৃষ্টাব্দে) নান্যদেবের রাজত্বকালে লিখিত একখানি গ্রন্থ রক্ষিত আছে[৩]। ইহা হইতেও প্রমাণ হয় যে, মিথিলা-রাজ নান্যদেব বিজয়সেনের সমসাময়িক ব্যক্তি[৪]। বীর, গোবর্দ্ধন বা রাঘব নামধেয় রাজগণের কোন পরিচয় অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। তীরভুক্তি বা মিথিলা জয় করিয়া বিজয়সেন আর্য্যাবর্ত্তের পশ্চিমাংশ জয় করিবার জন্য নৌবিতান প্রেরণ করিয়াছিলেন[৫]। বোধ হয় পালবংশীয় গৌড়েশ্বরকে পরাজিত করিয়াছিলেন বলিয়াই কান্যকুব্জ-রাজ চন্দ্রদেব অথবা তৎপুত্র গোবিন্দচন্দ্র এই সময়ে আর্য্যাবর্ত্তের পূর্ব্বভাগ আক্রমণ করিয়াছিলেন। বিজয়সেন
- ↑ Indian Antiquary Vol. IX, p. 188; Vol. XIII, p. 418.
- ↑ Bendall’s Catalogue of Buddhist Sanskrit Manuscripts in the University Library, Cambridge, p. xv.
- ↑ Pischel, Katalog der Bibliothek der Deutschen Morgenlandischen Gessellschaft, Vol. II, p. 8.
- ↑ সুহৃদ্বর শ্রীযুক্ত কালীপ্রসাদ জায়সবাল আমাকে জানাইয়াছেন যে, বিহার প্রদেশে ১৯২৩ খৃষ্টাব্দে নান্যদেবের একখানি শিলালেখ আবিষ্কৃত হইয়াছে।
- ↑
পাশ্চাত্যচক্রজয়কেলিষু যস্য যাবদ্গঙ্গাপ্রবাহমনুধাবতি নৌবিতানে।
ভর্গস্য মৌলিসরিদম্ভসি ভস্মপঙ্কলগ্নোজ্ঝিতেব তরিরিন্দুকলা চকাস্তি॥ ২২
—Epigraphia Indica, Vol. I, p. 309.