পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/৩৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩২০
বাঙ্গালার ইতিহাস।

১৯১৫ খৃষ্টারে প্রত্নতত্ত্ববিভাগের পূর্ব্বচক্রের তাৎকালীন অধ্যক্ষ ডাঃ ডি. বি. স্পুনার এই তাম্রশাসনের একখানি চিত্র আমাকে প্রেরণ করিয়া আমার উদ্ধৃতপাঠ প্রকাশ করিবার অনুমতি দিয়াছিলেন। তদনুসারে এই গ্রন্থের প্রথম সংস্করণ প্রকাশিত হইবার পরে আমি এই তাম্রশাসনের পাঠ প্রকাশ করিয়াছি। এই তাম্রশাসনখানির দ্বারা বিজয়সেনদেব তাঁহার মহিষী বিলাসদেবীর কনকতুলাপুরুষ মহাদানের হোমের দক্ষিণস্বরূপ পৌণ্ড্রবর্দ্ধনভুক্তির খাড়ি বিষয়ের ঘাসসম্ভোগভাট্টবড়াগ্রামে চারিটি পাটক, মধ্যদেশের কান্তিযোঙ্গিবিনির্গত রত্নাকরদেবশর্ম্মার প্রপৌত্র, রহস্করদেবশর্ম্মার পৌত্র, ভাস্করদেবশর্ম্মার পুত্র, বাৎস্যগোত্রীয়, ঋগ্বেদের আশ্বলায়নশাখাধ্যায়ী ষড়ঙ্গের অনুশীলনকারী উদয়করশর্ম্মাকে তাঁহার দ্বাত্রিংশ রাজ্যাঙ্কে প্রদান করিয়াছিলেন। এই তাম্রশাসন “বিক্রমপুরোপকারিকামধ্যে” প্রদত্ত হইয়াছিল এবং ইহা হইতে অবগত হওয়া যায় যে, বিলাসদেবী শূরবংশজাতা[১]

 খৃষ্টীয় দ্বাদশ শতাব্দীর প্রথমপাদে বিজয়সেনের পুত্র বল্লালসেন গৌড়-সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। বল্লালসেনের রাজ্যকালের কোন ঘটনাই অদ্যাবধি নির্দ্ধারিত হয় নাই। কুলশাস্ত্রসমূহে দেখিতে পাওয়া যায় যে, বল্লালসেন কৌলীন্যপ্রথার সৃষ্টি করিয়াছিলেন, কিন্তু তিনি স্বয়ং, তাঁহার পুত্র লক্ষ্মণসেন এবং পৌত্র কেশবসেন ও বিশ্বরূপসেন তাঁহাদিগের তাম্রশাসনসমূহে নবপ্রচলিত আভিজাত্যবিধির কোনই উল্লেখ করেন নাই এবং শাসনগ্রহীতা ব্রাহ্মণগণের নামোল্লেখকালেও

  1. অভবৎ বিলাসীদেবী শূরকুলাম্ভোধিকৌমুদী তস্য।
    নয়নযুগমঞ্জুখঞ্জনবিহারকেলীস্থলীমহিষী॥ ৭
    —Epigraphia Indica, Vol. XV, p. 283.