পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/৩৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
একাদশ পরিচ্ছেদ।
৩২১

তাঁহাদের নূতন পদমর্য্যাদা উল্লিখিত হয় নাই, এই কারণে কৌলিন্যপ্রথা বল্লালসেন কর্ত্তৃক সৃষ্ট হইয়াছিল কিনা, সে বিষয়ে সন্দেহ জন্মে। বল্লালসেন ‘দানসাগর’ নামক স্মৃতির নিবন্ধ[১] ও ‘অদ্ভুতসাগর’[২] নামক জ্যোতিষের নিবন্ধ রচনা করিয়াছিলেন। এই গ্রন্থদ্বয়ের কোন কোন পুথিতে বল্লালসেনের কালবাচক এক বা ততোধিক শ্লোক দেখিতে পাওয়া যায়[৩]। এই শ্লোকদ্বয় হইতে অবগত হওয়া যায় যে, ১০৯০ শকাব্দে (১১৬৮ খৃষ্টারে) ‘দানসাগর’ রচিত হইয়াছিল[৪] এবং ১০৯১ শকাব্দে ‘অদ্ভুতসাগর’ সমাপ্ত হইয়াছিল[৫]। অদ্যাবধি ‘দানসাগর’ ও ‘অদ্ভুতসাগরের’ যে সমস্ত পুথি আবিষ্কৃত হইয়াছে তন্মধ্যে কতকগুলিতে এই শ্লোকদ্বয় দেখিতে পাওয়া যায় না[৬]। ইহা হইতে প্রমাণ হইতেছে যে, এই শ্লোকদ্বয় পরবর্ত্তীকালে প্রক্ষিপ্ত হইয়াছে। শ্রীযুক্ত নগেন্দ্রনাথ বসু[৭], শ্রীযুক্ত রমাপ্রসাদ চন্দ[৮] ও শ্রীযুক্ত নলিনীকান্ত ভট্টশালী[৯] এই মানবাচক শ্লোকগুলিকে প্রক্ষিপ্ত বলিয়া স্বীকার করেন না। শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ কুমার[১০], শ্রীমান্ ননীগোপাল মজুমদার[১১]

  1. Mahamahopadhyaya Haraprasad Shastri’s Notices of Sanskrit Manuscripts, Second Series, Vol. I, p. 170.
  2. Report on the Search of Sanskrit Manuscripts in the Bombay Presidency, 1887-91, p. LXXXV.
  3. Journal of the Asiatic Society of Bengal, 1896, pt. I, p. 23.
  4. Journal & Proceedings of the Asiatic Society of Bengal, New Series. Vol IX, p. 274.
  5. Ibid, p. 275.
  6. Ibid, pp. 275-6.
  7. বঙ্গের জাতীয় ইতিহাস (রাজন্যকাণ্ড), পৃঃ ৩২১।
  8. গৌড়লেখমালা, পৃঃ ৬২।
  9. Indian Antiquary, 1912, p. 167.
  10. Ibid, 1913, p. 185.
  11. Ibid, Vol. XLVIII, 1919, pp. 171-76.