পরিশিষ্ট (ঞ)
সেন-রাজবংশ:—
বীরসেন | |||||||||||||||||||||||||
সামন্তসেন | |||||||||||||||||||||||||
হেমন্তসেন | যশোদেবী | ||||||||||||||||||||||||
বিজয়সেন | বিলাসদেবী (শূর-রাজবংশের কন্যা) | ||||||||||||||||||||||||
বল্লালসেন | রামদেবী (চালুক্যবংশের কন্যা) | ||||||||||||||||||||||||
লক্ষ্মণসেন | তাড়াদেবী বা তান্দ্রাদেবী | ||||||||||||||||||||||||
মাধবসেন | কেশবসেন | বিশ্বরূপসেন | |||||||||||||||||||||||
স্বর্গগত ভিন্সেণ্ট স্মিথ বলেন যে, বিজয়সেন কর্ত্তৃক পরাজিত ‘বীর’ নরকের বংশজাত বীরবাহু, (Early History of India, 3rd Edition, p. 422)। বীরবাহুর পুত্রের নাম বলবর্ম্মা। বলবর্ম্মার একখানি তাম্রশাসন আবিষ্কৃত হইয়াছে, (Report on the Progress of Historical Research in Assam, p. 11)। ইহার অক্ষর দেখিয়া স্পষ্ট বুঝিতে পারা যায় যে, বলবর্ম্মার পিতা কখনই একাদশ শতাব্দীর লোক হইতে পারেন না। পরম শ্রদ্ধাস্পদ ৺মনোমাহন চক্রবর্ত্তী মহাশয় বলেন (Journal and Proceedings, Asiatic Society of Bengal, New Series, Vol. I, p. 47,) যে, বিজয়সেন কর্ত্তৃক পরাজিত রাঘব, অনন্তবর্ম্মা চৌড়গঙ্গের পৌত্র (Epigraphia Indica, Vol. VI, App. I, p. 17)।
দানসাগর ও অদ্ভুতসাগর:—
দানসাগরের কয়েকখানি পুথিতে গ্রন্থ-রচনার কালবাচক নিম্নলিখিত শ্লোকটি দেখিতে পাওয়া যায়:—
নিখিলচক্রতিলকশ্রীমদ্বল্লালসেনেন পূর্ণে।
শশিনবদশমিতে শকবর্ষে দানসাগরো রচিতঃ॥