পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/৩৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৩৬
বাঙ্গালার ইতিহাস।

যদি ১১৭০ খৃষ্টাব্দের পূর্ব্বে ইহলোক পরিত্যাগ করিয়া থাকেন তাহা হইলে তাঁহার বন্ধু ও সমকালীন ব্যক্তির পুত্র ১২০৬ খৃষ্টাব্দে কেন গ্রন্থরচনা করিতে পারিবেন না। এই ভট্টাচার্য্য মহাশয় মিথিলার কার্ণাটক বংশের রাজা নান্যদেবের তারিখ সম্বন্ধে একটি শ্লোক উদ্ধৃত করিয়া তাহার মূল সন্ধান করিয়া পান নাই অথচ তাহা স্বীকার করিতেও লজ্জাবোধ করেন নাই। “পাল-রাজবংশের তারিখ” নামক প্রবন্ধে এই ভট্টাচার্য্য মহাশয় “শেখ-শুভোদয়ার” রামপালের মৃত্যুকালবাচক একটি শ্লোকের পরিবর্ত্তন করিতে গিয়া যেরূপ হাস্যাস্পদ হইয়াছেন, “দানসাগর” ও “অদ্ভুতসাগর” বল্লালসেনের রচনা বলিয়া প্রমাণ করিতে গিয়া ততোধিক হাস্যাস্পদ হইয়াছেন। দানসাগর ও অদ্ভুতসাগর কি জন্য বল্লালসেনের রচনা বলিয়া গৃহীত হইতে পারে না তাহার প্রমাণ গ্রন্থ মধ্যে প্রদত্ত হইয়াছে এবং ভট্টাচার্য্য মহাশয় এমন কোন প্রমাণই দেখাইতে পারেন নাই যাহার জন্য লোকে বিশ্বাস করিতে বাধ্য হইবে যে, লক্ষ্মণসেন ১১১৯ খৃষ্টাব্দে জন্মিয়াছিলেন এবং ১১৬৯ খৃষ্টাব্দে সিংহাসন লাভ করিয়াছিলেন। শ্রীযুক্ত দীনেশচন্দ্র ভট্টাচার্য্যের প্রবন্ধ, শ্রীমান্ ননীগোপাল মজুমদারের প্রবন্ধের পরে প্রকাশিত হইয়াছে বটে কিন্তু ইহাতে নূতন প্রমাণ বা যুক্তি কিছুই নাই।—Indian Antiquary, Vol. XLIX, 1920, pp. 189-193, A chronology of the Pala Dynasty of Bengal; Date of Lakshmanasena and his predecessors—Indian Antiquary, Vol. LI, 1922, pp. 145-48, 153-58.