পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/৩৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৫০
বাঙ্গালার ইতিহাস।

 (৪) ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে রক্ষিত ‘পঞ্চাকার’ গ্রন্থের শেষ পত্রে লিখিত আছে:—

 ‘সম্যক্‌সম্বুদ্ধভাষিতঃ পঞ্চাকারঃ সমাপ্তঃ॥ পরমেশ্বরেত্যাদি রাজাবলী পূর্ব্ববৎ। শ্রীমদ্‌গোবিন্দপালদেবানাম্ বিনষ্টরাজ্যে অষ্ঠত্রিংশৎ সম্বৎসরেঽভিলিখ্যমানে জ্যৈষ্ঠকৃষ্ণাষ্ট্যম্যাং তিথৌ যত্র সং ৩৮ জ্যৈষ্ঠদিনে ৮ লিখিতমিদং পুস্তকং কা শ্রীগয়াকরেণ[১]।”

 (৫) ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে রক্ষিত কৃষ্ণাচার্য্য বা কাহ্নপাদ-বিরচিত ‘যোগরত্নমালা’ গ্রন্থের শেষ পত্রে লিখিত আছে:—

 “শ্রীহেবজ্রপঞ্জিকা যোগরত্নমালা সমাপ্তা॥ কৃতিরিয়ং পণ্ডিতাচার্য্যশ্রীকাহ্নপাদানামিতি। পরমেশ্বরেত্যাদি রাজাবলী পূর্ব্ববৎ। শ্রীমদ্‌গোবিন্দপালদেবানাম্ সং ৩৯ ভাদ্রদিনে ১৪ লিখিতমিদং পুস্তকং কা শ্রীগয়াকরেণ[২]।”

 বেলখরাগ্রামের শিলাস্তম্ভলিপিতে দেখিতে পাওয়া যায় যে, কান্যকুব্জরাজের সম্রাটপদবীজ্ঞাপক উপাধিমালার পরিবর্ত্তে “পরমভট্টারকেত্যাদি রাজাবলী পূর্ব্ববৎ” ব্যবহৃত হইয়াছে[৩]। গোবিন্দপালের রাজ্যকালে অথবা জীবিত কালে লিখিত তিনখানি পুথিতে এই জাতীয় বিশেষণ দেখিতে পাওয়া যায়। এই বিশেষণ সম্বন্ধে মৃত অধ্যাপক বেণ্ডল বলিয়াছিলেন যে, কায়স্থ (লেখক) বোধ হয় সমস্ত বিশেষণ লিখিতে অস্বীকৃত হইয়াছিল[৪]। স্থানবিশেষে অথবা সমগ্র রাজ্যে

  1. Bendall’s Catalogue of Buddhist Sanskrit Manuscripts in the University Library, Cambridge, p. 188, no. Add. 1699, I; p. iii.
  2. Ibid, p.189-90, no. Add. 1699, IV.
  3. Journal and Proceedings of the Asiatic Society of Bengal, New Series, Vol. VII, p. 763.
  4. Catalogue of University Library, Cambridge, p. iii.