পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



তৃতীয় পরিচ্ছেদ।
৪৭

 মন্দশোরের নবাবিষ্কৃত শিলালিপি এবং শুশুনিয়ার পর্ব্বতলিপি হইতে চন্দ্রবর্ম্মা ও সিংহবর্ম্মার পূর্ব্বপুরুষগণের নাম পাওয়া গিয়াছে। মন্দশোরে আবিষ্কৃত বন্ধুবর্ম্মার শিলালিপি এবং গঙ্গধরে আবিষ্কৃত বিশ্ববর্ম্মার শিলালিপি হইতে পুষ্করণা ও মালবের প্রাচীন রাজবংশের নিম্নলিখিত বংশপত্রিকা সঙ্কলিত হইয়াছে।

 
জয়বর্ম্মা
 
 
 
 
 
 
 
 
সিংহবর্ম্মা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
চন্দ্রবর্ম্মা
 
নরবর্ম্মা
(বিক্রমাব্দ ৪৬১ = ৪০৪-৫ খৃঃ অব্দ)
 
 
 
বিশ্ববর্ম্মা
(বিক্রমাব্দ ৪৮০ = ৪২৩-২৪ খৃঃ অব্দ)
 
 
বন্ধুবর্ম্মা
(বিক্রমাব্দ ৪৯৩ = ৪৩৬-৩৭ খৃঃ অব্দ)
এবং বিক্রমাব্দ ৫২৯ = ৪৭২ খৃঃ অব্দ

 সম্প্রতি অধ্যাপক শ্রীযুক্ত রাধাগোবিন্দ বসাক, মহামহোপাধ্যায় শ্রীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের মতের প্রতিবাদ করিয়া একটি প্রবন্ধ প্রকাশ করিয়াছেন। ইহার প্রত্ত্যুত্তর অদ্যাবধি প্রকাশ হয় নাই (Indian Antiquary, vol. XLVIII, 1919, pp. 98-101)।