এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তৃতীয় পরিচ্ছেদ।
৪৭
মন্দশোরের নবাবিষ্কৃত শিলালিপি এবং শুশুনিয়ার পর্ব্বতলিপি হইতে চন্দ্রবর্ম্মা ও সিংহবর্ম্মার পূর্ব্বপুরুষগণের নাম পাওয়া গিয়াছে। মন্দশোরে আবিষ্কৃত বন্ধুবর্ম্মার শিলালিপি এবং গঙ্গধরে আবিষ্কৃত বিশ্ববর্ম্মার শিলালিপি হইতে পুষ্করণা ও মালবের প্রাচীন রাজবংশের নিম্নলিখিত বংশপত্রিকা সঙ্কলিত হইয়াছে।
জয়বর্ম্মা | |||||||||||||||||||||||||
সিংহবর্ম্মা | |||||||||||||||||||||||||
চন্দ্রবর্ম্মা | নরবর্ম্মা (বিক্রমাব্দ ৪৬১ = ৪০৪-৫ খৃঃ অব্দ) | ||||||||||||||||||||||||
বিশ্ববর্ম্মা (বিক্রমাব্দ ৪৮০ = ৪২৩-২৪ খৃঃ অব্দ) | |||||||||||||||||||||||||
বন্ধুবর্ম্মা (বিক্রমাব্দ ৪৯৩ = ৪৩৬-৩৭ খৃঃ অব্দ) এবং বিক্রমাব্দ ৫২৯ = ৪৭২ খৃঃ অব্দ | |||||||||||||||||||||||||
সম্প্রতি অধ্যাপক শ্রীযুক্ত রাধাগোবিন্দ বসাক, মহামহোপাধ্যায় শ্রীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের মতের প্রতিবাদ করিয়া একটি প্রবন্ধ প্রকাশ করিয়াছেন। ইহার প্রত্ত্যুত্তর অদ্যাবধি প্রকাশ হয় নাই (Indian Antiquary, vol. XLVIII, 1919, pp. 98-101)।