৷৷৹
আক্রমণে তাহা দীর্ঘকালস্থায়ী হয় নাই, ইহাই নবম পরিচ্ছেদের প্রতিপাদ্য বিষয়। দশম পরিচ্ছেদে বিদ্রোহী কৈবর্ত্তজাতির হস্তগত পাল-রাজগণের পিতৃভূমি বরেন্দ্রীর উদ্ধারকাহিনী বিবৃত হইয়াছে এবং একাদশ পরিচ্ছেদে ক্ষুদ্র সেন-রাজবংশের ক্ষুদ্রতর অধিকারের কাহিনী লিপিবদ্ধ হইয়াছে। দ্বাদশ পরিচ্ছেদে খৃষ্টীয় দ্বাদশ শতাব্দীর শেষভাগে উত্তরাপথের সর্ব্বজনবিদিত রাষ্ট্রীয় অধঃপতনের বিবরণ সংক্ষেপে লিপিবদ্ধ হইয়াছে।
লেখনীধারণে অক্ষম গ্রন্থকারের রচনা শ্রীযুক্ত কৃষ্ণচন্দ্র ঘোষ, শ্রীযুক্ত নগেন্দ্রনাথ সেনগুপ্ত, শ্রীযুক্ত হরিদাস গঙ্গোপাধ্যায়-প্রমুখ বন্ধুবর্গের সাহায্যে সমাপ্ত হইয়াছে। শ্রীযুক্ত হরিদাস গঙ্গোপাধ্যায় গ্রন্থরচনায় লিপ্ত করিয়াছিলেন, এবং তাঁহার অক্লান্ত পরিশ্রম ব্যতীত গ্রন্থের মুদ্রণকার্য্য অসম্ভব হইত। পণ্ডিত শ্রীযুক্ত বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ, শ্রীমান্ কালিদাস নাগ, এম. এ. ও সুহৃদ্বর শ্রীযুক্ত তারাপদ চট্টোপাধ্যায় মুদ্রণারম্ভের পূর্ব্বে গ্রন্থের পাণ্ডুলিপি আদ্যন্ত পাঠ করিয়াছেন এবং মুদ্রণকালে শ্রীযুক্ত কৃষ্ণচন্দ্র ঘোষ, শ্রীযুক্ত তারাপদ চট্টোপাধ্যায়, শ্রীযুক্ত হরিদাস গঙ্গোপাধ্যায়, শ্রীমান্ খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, শ্রীযুক্ত তারাপ্রসন্ন ভট্টাচার্য্য, শ্রীযুক্ত আশুতোষ বন্দ্যোপাধ্যায় ও সুহৃদ্বর শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ কুমার বিশেষ সাহায্য করিয়াছেন। মুদ্রণকালে পূজ্যপাদ মহামহোপাধ্যায় শ্রীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী, আচার্য্যপাদ শ্রীযুক্ত রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ও পরমশ্রদ্ধাস্পদ শ্রীযুক্ত রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় গ্রন্থের বহু অসম্পূর্ণতা ত্রুটি ও ভ্রম প্রদর্শন করিয়া গ্রন্থকারকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করিয়াছেন।
লণ্ডনের ভরতসচিবের কার্য্যালয়ের গ্রন্থাধ্যক্ষ ডাক্তার এফ, ডব্ল্উ, টমাস্ (Dr. F. W. Thomas) ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে রক্ষিত প্রাচীন গ্রন্থসমূহের চিত্র সংগ্রহ করিয়া দিয়াছেন। কলিকাতা চিত্রশালার অধ্যক্ষ