পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

॥৴৹

ডাক্তার এন্, এনেন্‌ডেল (Dr. N. Annandale) ও প্রত্নতত্ত্ববিভাগের অধ্যক্ষ ডাক্তার ডি. বি. স্পুনার (Dr. D. B. Spooner), কলিকাতা চিত্রশালার প্রত্নতত্ত্ববিভাগে রক্ষিত প্রাচীন মুদ্রা ও নিদর্শনসমূহের চিত্র প্রকাশের অনুমতি দিয়াছেন, কলিকাতার এসিয়াটিক সোসাইটীর পরিচালকবর্গ প্রথম মহিপালদেবের ষষ্ঠ রাজ্যাঙ্কে লিখিত ‘অষ্টসাহস্রিকা প্রজ্ঞাপারমিতা’ গ্রন্থের এবং ধানাইদহে আবিষ্কৃত প্রথম কুমারগুপ্তের তাম্রশাসনের চিত্র প্রকাশের অনুমতি দিয়াছেন। বঙ্গীয় সাহিত্য পরিষদের কার্য্য-নির্ব্বাহক-সমিতি পরিষদের ত্রিশালায় রক্ষিত কতকগুলি প্রাচীন মূর্ত্তি ও প্রাচীন মুদ্রার চিত্র প্রকাশের অনুমতি দিয়াছেন। এতদ্ব্যতীত রায় শ্রীযুক্ত মৃত্যুঞ্জয় রায়চৌধুরী ও শ্রীযুক্ত প্রফুল্লনাথ ঠাকুর এক একটি প্রাচীন মুদ্রার চিত্র প্রকাশের অনুমতি দিয়াছেন। পণ্ডিত শ্রীযুক্ত বসন্তরঞ্জন রায় ও শ্রীযুক্ত চিত্তসুখ সান্যাল নবাবিষ্কৃত নারায়ণপালের ৫৪১ রাজ্যাঙ্কে প্রতিষ্ঠিত পার্ব্বতীমূর্ত্তির চিত্র প্রকাশের অনুমতি দিয়াছেন, এবং ঢাকা চিত্রশালার অধ্যক্ষ শ্রীযুক্ত নলিনীকান্ত ভট্টশালী বাঘাউরা গ্রামে আবিষ্কৃত প্রথম মহীপালদেবের তৃতীয় রাজ্যাঙ্কে প্রতিষ্ঠিত বিষ্ণুমূর্ত্তির একখানি চিত্র প্রদান করিয়াছেন। এই সকল বিদ্বজ্জনসমাজ ও সাহিত্যানুরাগী বন্ধুবর্গের সাহায্যে গ্রন্থে প্রকাশিত চিত্রসমূহ সংগৃহীত হইয়াছে। এমারেল্ড প্রেসের স্বত্বাধিকারী শ্রীযুক্ত গণদেব গঙ্গোপাধ্যায় ও তত্ত্বাবধায়ক শ্রীযুক্ত রামকৃষ্ণ ভট্টাচার্য্যের সাহায্যে অতি অল্প সময়ের মধ্যে এই গ্রন্থ সুচারুরূপে মুদ্রিত হইয়াছে। বহুবর্ণ ও একবর্ণ চিত্রগুলি প্রসিদ্ধ চিত্রশিল্পী মেসার্স ইউ, রায় এণ্ড সন্স কর্ত্তৃক শ্রীযুক্ত সুকুমার রায়ের তত্ত্বাবধানে মুদ্রিত হইয়াছে।

গ্রন্থের শেষে যে বর্ণানুক্রমিক সূচী সন্নিবিষ্ট হইল, তাহা সহৃদয় শ্রীযুক্ত হরিদাস গঙ্গোপাধ্যায় কর্ত্তৃক সঙ্কলিত হইয়াছে। যে সকল তথ্য