، ( ، وية ) এক বিবাদ ঘটিয়াছিল, যে হুগলির ফৌজদার ইংরাজদিগের একখান রেসমের নৌক আটক করাতে তাহার। কিয়ং পদt. তিক প্রেরণ করিয়। তাহ উদ্ধার করিলেন, এই বিষস শুবাদ।রের নিকটে মহৎ অপকার বলিয় নিবেদন করাতে কলিকাতায় ও অন্যান্য কারখানায় এত্তদেশীয় যে সকল লোকের। খাদ দুর্য আহরণ করত, তিনি তাহাদিগকে তৎকর্মে নিষ্ট লগ্ করিলেন,ইংরাজদিগের সুতরাং আপিক মুধু দান করিয়া তাহার ক্রোপ্ত নিবারণ করিতে হইল। ঐ সময়ে ইংরাজদেগের বানিজ্যের অতিশয় বন্ধি হইল,কিন্তু উত্তমৰূপে নিৰ্বাহ নাকরাতে বৎসরে শতকর। অষ্ট মুদ্র লভ্য হইল; কিন্তু ওলন্দাজদেগের শতকর। পঞ্চবিংশতি মৃদু লভ্য হইল, কোম্পানির অধ্যাক্ষরী নিজ২ বাণিজ্যে এমত রত ছিলেন, যে তাহাদিগের প্রভুর লভ্য বিষয় কিঞ্চিমু জ্ঞ মনোযোগ কবিতে পারিতেননা, কলিকাতাস্থিত প্রধান অধ্যক্ষদিগের মাসিক বেতন তিনশত টাকার অধিক ছিলন, কিন্তু তথাপি তাঁহার অতিশয় ভোগে নিরত ছিলেন, র্তাহীদের নিজ বাণিজ্যের লভ্য হইতে ঐবিষয়ের নিষ্পত্তি হইত, সৰ্ব্বপ্রধান ও অনেক তাহীর অধীন ব্যক্তিরাও ছয় অশ্বের শকটে আরোহণ করিতেম, এবং তাহণদের ভোজন কালে মানবিধ বাদ্য হুইত, অতএব কোট আবডিরেকটর দিগের ঐসকল ভূত; দিগের প্রতি তদবস্থায় থাকা প্রযুক্ত তিরস্কার করিয়া লিখিতে হইল। ১৭৩০ শাল হইতে ১৭৪২ শালপর্যন্ত চন্দ্রনগরে ফরাসি দিগের কারখানার অধ্যক্ষ ডপলিক্স ছিলেন, পূৰ্দগত অধ্যক্ষ সকল অপেক্ষ তিনি অতিশয় বিষয় সন্ধি করিয়া ছিলেন,ঐআপ, ক্ষত। প্রাপ্তির পূৰ্ব্বে তিনি স্বয়ং মহৎ বণিক ছিলেন, এ৫: আপনার সাহসন্ধীরা বাণিজ্য বৃদ্ধি করিয়াছিলেন এবং প্রায় দ্বাদশ নিজ জাহাজ দ্বারা ভারতবর্ষের নানাস্থানে বাণিজ্য কৃরি 33
পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।