পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ί δοξ ) লর পর সৌভাগা ছিল,যে এমত দক্ষ মনুষ্য সৰ্বখ্যক্ষ হইলেন, তিনি যুদ্ধ ও সন্ধি এই উভয় রাজকর্মে বিংশতি বর্ম অপেক্ষ। অধিক কাল নিযুক্তছিলেন, এবং মন্ত্রণায় ও যুদ্ধশক্তিতে তুল্য ৰূপে পারগ ছিলেন,আমরা এক্ষণে যেসকল দুঃখদায়ক সময়ের বর্ণন করিব, তাহাতে তদ্রুপ মনুষ্যের আবশ্যক হয়। তিনি মুরমিদাবাদে আসিয়া সফরালখার পরিবার ও অনু থত লোকদিগকে প্রাণে আঘাত না করিয়া অতিশয় সুেহ ফরিতে লাগিলেন, মুরশিদকুলিখা বিবেচনা করিয়াছিলেন, যে তা স্থার মরণোত্তর মুদ্র। রত্ন ও অপর অস্থাবর ধন মহারাজ গ্ৰহণ কfরবেন, একারণ নিজ পরিবারের উপকারীখে কিয়, স্থাবর ক্রয় করিয়া স্বনামে লিখিয় রাখিলেন, তাহার মরণোত্তর যখন যাব, সল্পত্তি দিল্লীতে প্রেরিত হইল,তখন ঐ সকল স্থাবর তাহার জামাতার অধিকারে ছিল, তাহার লোকান্তর হইলে তৎপত্নী সফরাজের মাত প্রাপ্ত হইলেন, আলিবদি ঐ ধনে উাহীর সমৃর্ণ অধিকারণ রাখিয়াছিলেন, এবং তাছাকে এমত সভূম করিতেন. যে কদাচ অনুজ্ঞা ব্যতিরেকে উiহর সম্মুখে বসিতেন না, এইকপ সুবোধ পূর্বক ব্যবহার করিয়া শত্রুদিগের সত্ত্বিন করিয়tfছলেন । এবং যে এককোট মুদ্র দিল্লীতে পাঠ ইতে স্বীকার করিয়াছিলেন, তৎসমেত কিয়ুৎ উপায়ন ও.ম ফরাজখীর সম্পত্তির কিয়দংশ প্রেরণ করিলেন, এইৰূপে মহা রাজকে স্বপক্ষে রাখিলেন, তাহীর নিজপুঞ্জ ছিল না, নিজ ভ্রাত হাজি আহম্মদের তিন পুত্রের সহিত তিন দুক্তিার বিবাহ দিয়াছিলেন, তাহাদিগের জ্যেষ্ট নয়াইম মহাম্মদ ঢাকার অধ্যক্ষ হইলেন, ও কনিষ্ট জৈনউজিন বেহারের শুবাদার হইলেন, উষ্ঠার পুত্রকে আলিবন্ধি নিজ উত্তরাধিকারিত্বৰূপে পোষ্ঠ পুস্ত্র করিয়া সেরাজ উদ্দৌল" নাম দিলেন, এবং মধ্যমকে উড়িষ্ঠা জয় হইলে তথাকার শুবাদারী দিতে স্বীকার করিলেন ।