( ઠes ) ও ধন ফুটকে থাকাতে অতিশয় উদ্বিগু ছিলেন, কিন্তু রতিপূরের fহন্দুরাজা উtহার সৌভাগ্যকালে যে অনুগ্রহ পাইয়াছিলেন, বিগতকালেও তাহ। বিস্মরণ হইলেন নষ্ট আলিবন্ধি কটকে জানিবার পূর্বের্ণতনি নিজসৈন্যের সৃহিত তথায় উপস্থিত হইয়। ঐ উপকারির পরিবার ও সঙ্গত্তি লইয়া নিরাপদে দেকানদেশে গিয়াছিলেন, ঐ স্থানে শুবাদারের গমন সম্ভাবনা ছিল না। আলিবদি একমাস কটকে থাকিয়া রাজকীয় কর্মের নিয়ম করিলেন পরে দ্বিতীয় ভ্রাতৃপুল সায়দ আহম্মদকে শাসনকৰ্ত্তা করিম মুরসিদাবাদে আগমন করিলেন, কিন্তু ঐ বালক কুমন্ত্রগায় রত হইয়া সকল কর্ম নষ্ট করিলেন, এক দুঃস্বভাব ফকীর উাহাকে বশ করিয়া কুপথ গামী করিলেন, তাঁহাতে প্রজারী আক্রাপ্ত হইয় অস্থির হইল। মির্জাবাখর এতাবৎকাল পর্যন্ত নিরবলম্বে ভ্রমণ করিতেছিলেন, যদি কোন বিষয়ে রাজকর্মের স্বলন হয়, তবেই সুযোগ করবেন, তিনি এই সময়ে দূতম্বারা প্রজাদিগের মন প্রদীপ্ত করাতে ঐ নগরে এক রাজবিদ্রোহ উপ স্থিত হইল,তাহাতে প্রজার মির্জাবাখরকে আন্ধান করিয়া সায়দ আহম্মদকে কারালয়ে রাখলেন, সুতরাং উড়িষ্ঠায় অলিবদির অধিকার নষ্ট হইল। তিনি এই বিপরীত ঘটনা শুনিয়া চমৎকৃত श्३८अन, 4त९ বোধ করিলেন, যে দেকানের শাসনকৰ্ত্ত নাজিম উলমূলক গুপ্ত ভাবে মিরাবাখরকে সাহায্য দিয়াছেন, অতএব যে সৈন্যের সহিত ঐদেশ জয় করিয়াছিলেন, তাহার তিনগুণ সৈন্য লইয়। স্বর্যপূর্বক তদেশের সীমপর্যস্ত আগত হইলেন,তথায় আসিয়। ৰে ব্যক্তি হার ভ্রাতৃপুত্রকে উদ্ধার করিকে তাহকে লক্ষ মুদ্রাদিতে স্বীকার করিলেন, অনস্তর মহানদীতীরে মির্জাবাখর ও গুলিরৰ্দ্ধি যুদ্ধকাতে আলিবৰি পুনর্ধার জয় হইলেন, মির্জীবশ্বের সয়দ আহম্মদকে এক শকটোপরি রাখিয়া শুকুবস্ত্র
পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।