পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( : ) কৰ্ম্ম পরিত্যাগ করবেন, ও তাছার পূর্ব প্রাপ্য প্রার্থনা করাতে হিসাব না দেখিয়াই সপ্তদশ লক্ষ্ণমুদ্র দত্ত হইল, পরে তিনি শুবাদারকে পদচ্যুত করাইবার কারণ সেনাপতিদিগের নিকট প্রস্তাব করিলেন, ঐ রাজ্য তাছারদিগের মধ্যে বিভাগ করতে উদ্যম করিলেন, কিন্তু তাহারা আলিবfদর সহিত মিত্রত রক্ষণ করাতে তিনি অষ্ট সহ অশ্বাৰা ও তাবৎ পদাতিক লইয়। বাঙ্গালা পরিত্যাগ পূর্বক রাজমহল লুঠ করিয়া মুঙ্গের অধিকার করেয়। পাটনায় শিবির করিলেন, তথাকার শুবাদার জৈন উদ্দিন যে অপসৈন্য সংগ্ৰহ করিতে ক্ষম হইলেন, তাহার সহিত যুদ্ধার্থে আসিলেন, কিন্তু মুgলও নগর গ্রহণ করিতে পারিতেন, যদি তাহার হস্তী ন! আহত হুইত, তিনি ੀ হইতে অবরোঙ্কণ করাতে সৈন্যেস্থ। প্রভুকে নদেখিয় ভীত ও আহত হইয় গল। রন করিল, কিন্তু সগুদিন পর্যন্ত দুই সৈন্যের মধ্যে ক্রমিক দ্বন্দু .হইল, অষ্টমদিবসে মুস্তাফা ঐ নগরে পুনর্কর আক্রমণকরিলেন, তাহাতে তাহার নয়নে এক বাণ বিদ্ধ হওয়াতে তধ হইতে অযোধ্যtরাজ্যে পলায়ন করিলেন । মুস্তাফ যখন প্রভুর বিদে ट्र করিতে স্থির করিয়াছিলেন, তৎকালে বাঙ্গালী আক্রমণাথে তাহার সাহায্য করিতে মারহাউদিগকে আহ্বান করিয়াছিলেন, রঘজী তাঁহাতে ইচ্ছাপ্রযুক্ত তাহার সেনাপতি ভাস্কর পণ্ডিতের মৃত্যুর প্রতি হিংসাফারণ ও অধিক লুঠ পাইবার কারণ ক্রোধে দগ্ধপ্রায় হইলেন, অতএn এক প্রস্তুতসৈন্যের সহিত বাঙ্গালায় প্রবেশ করিয়া মুরসিদ বাদের নিকটে অসিলেন, আলিবদি মুস্তাফার অনুসন্ধানে গিয়াছিলেন, কিন্তু মারহাট্টাদিগের আগমন শুনিয়। সত্বরে ফিরিয়৷ আসিলেন, মুস্তফাও বেহারে আসিয়া নূতন বন্ধ দিগের সহিত মিলিত হইতে উদ্যোগ করিলেন, অতএব শুবাদার দুই শত্র Şū.