পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 3 * > } কিন্তু শুবাদার কিছু শুনিলেন মা তিনি স্থির করিয়ছিলেন, সে একেবারে তাহাদের শেষ করবেন, অতএব কোন উত্তর নী *itरे,ाहेश ক্রমিক আসিতে ছিলেন, , ১৬ ನ তাহার 'অগ্রসর সৈন্যেরা চিতপুর উপস্থিত হইল, কিন্তু ইংরাজের গড়ের বহি ভাগে কতিপয় সৈন্য স্থাপন করিয়াছিলেন, তাহীর ঐ সৈন্য মধ্যে এমন্ত গোলাঘর্ষণ করিল, যে তাহার। তথা হইতে পলায়ন করিয়া দমদমায় শিবির ফরিল। ১৭ তারিখ শুৰাদারের সৈন্যের নগর বেষ্টন করিয়। পরদিন চতুদিগে আক্রমণ করিল, পরে ভিত্তির নিকটস্থ গৃহ সকল অপ্তি কার করিয়। এমত ভয়ানক অগ্নি রক্ষা করিল, যে কোন জন দূগে। পরিবর্হিভূত হইতে পারিল না, ঐ দিবসে অধিক লোক মারা পড়িল, এবং অনেকে আহত হইল, মুসলমানব গড়ের বহি রংশ অধিকার করাতে ইংরাজদিগের গভূমধ্যে প্রস্থান করিতে "হইল, রাত্রিকালে দুর্গের চতুৰ্দিগ্ৰস্থ কতিপয় বৃহৎগৃহে অগ্নি প্রদান করতে অতিশয় উত্তাপ হইল, কৰ্ত্তব্যের অস্ব ধারণার্থে যুদ্ধসভা প্রস্তুত হইল, সেনাপতির কৰ্ত্তব্য স্থির করিতে ন প - রিয়া কহিলেন, যে পলায়ন ব্যতিরেকে রক্ষা নাই, এতদ্ধেশীয় বহুলোক দূর্গমধ্যে থাকতে যে খাদ্যদ্রব্য ছিল, তাহা সপ্তাহের অধিক হইতে পারে না, অতএব দুর্গের ধীরে যে সকল লক্ষ ছিল, তদুপরি ... প্রাতঃকালে প্রথমতঃ স্ত্রীলোকণি থৈ তুলিয়। পরে পুরুত্নেী আরোহণ করিয়া এনগর পরিত্যাগ কপ্লিতে স্থিত্ন করিলেন, কিন্তু ঐ দুর্গ মধ্যে এমস্ত কোন প্রধান লেফ ছিলেন না, যে ঐ মাকু নিৰ্বাহ করেন, সকলেই জাজ্ঞা করি ত ইচ্ছক ছিলেন, আজ্ঞা শুনিতে কেহই ছিলেন না, ঐ সময়ে স্ত্রীলোকের নৌকায় উঠিলেন, দূর্গস্থিত লোকের ও নৌক স্থিত লোকের তুল্যৰূপে ভীত হইলেন. তী:স্থিত প্রত্যেকেই বেগে ধাবমান হইলেন, নাবিকের শীঘু নৌকা বহির করিতে লাগি