পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( * : ) • সমৃতি বাঙ্গালী মধ্যে এক নূতন শত্ৰ উপস্থিত ੋਂ তৃতভাগ্য মহারাজের পত্র সাহআলম পিতার মাহত বিরোধ করিয়া প্রয়াগ ও অযোধ্যরি শুবাদারের সহিত মিল করিয়৷ কিয়, সৈন্যের সহিত বেহরে দেশ আক্রমণ করিতে আসিলেন, ঐ দই শুবাদারের এতদেশে প্রভুত্ব হয় কি না, ইহ দেখিতে যেকপ মানস ছিল, যুবরাহের সাহায্য করিতে সেরূপ ছিল না, যুবরাজ কুইবকে পুনঃ পঙ্কু লিখিলেন, যে যদি তিনি তাহার ইচ্ছায় সাহায্য করেন, তবে তাঙ্গীকে কোন প্রদেশ প্রদান করিবেন, তাহীতে কুইব উত্তর লিখিলেন, যে উল্লির ভক্তি মীরজাফ রের নিকটে বদ্ধ আছে, অপর মহারাজ তাই র বিদ্রেীহটরি পুলিকে তা সেধ করিয়৷ পাঠাইতে কুইবের প্রতি আজ্ঞা লিখিলেন, তৎকালে মীরজাফরের সৈন্যেরা বেতনভােব প্রযুক্ত এমত অবধি হইয়াছিল, যে ঐ অtফ্রমণ নিবারণার্থে যুদ্ধোপযুক্ত ছিল না, অতএব কুইবের নিকটে নিবেদন করতে ১৭৫৮ শালে তিনি অবিলম্বে পাটনায় যাত্র করিলেন, কিন্তু তাম্লীয় উপস্থিতির পূৰ্বেই ঐ ব্যাপারের প্রায় নিষ্পত্তি হইয় ছিল, প্রয়। গের শুবাদার ও যুবরাজ নয়দিদস পর্যন্ত পাটনা বেষ্টন করতে তৎস্থানের অধিকার হইত, কিন্তু তাহারা শুনিলেন, যে ইংরা জের অসিতেছেন; ও অযোধ্যার শুবাদার প্রয়াগের শুবাদ রের অভাবকালে সুযোগ পাইয়। তাঁহার রাজধানী বেগুন ফরিঞ্জ ছেন, এই সংবাদ শুনিয়া তিনি যুবরাজকে স্বকীয় উপায় কুরিতে রাখিয়। স্বরাজরক্ষাথে সত্বরে চলিয়া যুদ্ধে মারা গড়িলেন, অনন্তর যুবরাজের সৈন্যেরা তাহাকে স্তুরায় পরিত্যাগ করিম, কেবল তিনশত মনুষ্য দুঃখভাগী হইতে তাহার অনুযায়ীরহিল, তিনি অতিশয় দুরবস্থাগ্রস্ত হইয়। কুইবের নিকটে ভিক্ষ করাতে কুইব দানশীলতা প্রযুক্ত তাহাকে এক মহলু স্বর্ণ মুদ্র দি ५५