পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রানীবিষয়ের ব্যবস্থtঞ্জ কোম্পানির ভৃত্যদিগের বেতন অতঃপ অতএব অযথার্থ উপায় ব্যতিরেকে অধিক লভ্য হয় না, একারণ তিনি বাণিজ্য ক্রমিক রাখিলেন, কিন্তু তাহার, রীতি উত্তম করলেন, তিনি এক বাণিজ্যের সভাস্থাপন করিলেন, তাহাস্বারা গুবাক তবাক ও লবণ এই কয়েক প্রব্যের বাণিজ্য চলিল, তাহাঁতে র ৩৫ টকা মাসূল কোম্পানির ভাণ্ডারে দিতে এবং অবশিষ্ট লভ্য যুদ্ধার্থক ও বিচারার্থক সকল ভূত্যদিগের বণ্টন করিয়া দিতে নিয়ম করিলেন, রাজ সভাপতিদের অধিক অংশ হইল, নীচপদস্থত ব্যক্তিদের অল্প হইল। কুইব সাহেব ডিরেকটরদিগকে এই কপেন নিবেদনকালে লিখিলেন যে র্তীতার শাসনকৰ্ত্তীর বেতনবদ্ধি করেন, তাই হইলে তাঁহার বাণিজ্যের অবশ্যকতা থাকে ন, কিন্তু এই উত্তম পরীমঙ্গ পঞ্চ .qশলৎসর পর্যন্ত গ্রাহ্য হয় নাই। ডিরেকটরের এই নূতন সভা শুনিয়া কটবাক্যে নিন্দ করিয়৷ তাঙ্কার স্থাপনের নিমিত্তে কুইবকে দোষী করিলেন, এবং তাঁহা নিবারণের আজ্ঞা করিয়া সকল ভূতাদিগের বাণিজ্য শিষেধ করিলেন। ভারতবর্ষে রাজকীয় ফর্মের অধিক ব্যয়দ্বার সমদায় রাজস্ব এপর্যন্ত নষ্ট হুইয়াছিল, কোম্পানির যদ্যপিও নামমাত্র অধিক আয় ছিল, তথাপি তাঁহাদের সর্বদা ঋণ করিতে হৃষ্টত, তাহীদের ইউরোপীয় ও এতদেশীয় সকল মৃতের নির্দয় হইয়া লুঠ করিতেন। যখন ইংলণ্ডে কুইবের নিকটে জিজ্ঞাস হইল যে এমত অধিক আয়সত্ত্বে কোন্নালি কিকারণ নিৰ্দ্দন হুইলেন; তাহীতে তিনি উত্তর করিলেন, যেকোন ব্যক্তিকে হিসাব করিতে নির্ভর করা যায়, তিনি সঞ্চয় করেন কিন্তু ফলতঃ সৈন্য দ্বারা অধিক ব্যয় হইত; ইংরাজি সৈন্যেরা যেপর্যন্ত নবাবের নামে যুদ্ধ করিত, তিনি তাহীদের পরিতোষিকস্বৰূপে অধিক ネ3