পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/২২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( షిరిడి ) লেন । ঐ বিচারকত্ত্বারা ইহ তেও সস্তুষ্ট নাহইয়৷ তদেশীয় শব্দKttt DDDYBB BBB BB BBBB BBBBBBBS ১৫০০০ মুদ্র দণ্ড করিলেন ঐ ধন কোয় নির কোষ হইতে দস্তু হইল । *. বড় আদালতের বিচারকত্তার যে রীতিতে দেশের ফৌজদারী কৰ্ম্মে হস্তক্ষেপ করিয়াছিলেন, তাহার এক উদাহরণ পশ্চাৎ লিখিতেছি, ঐ আদালতের একজন উকিল ঢাকায় বাস করিতেন ঐ নগরের ফৌজদারী আপদালতে একজন পিয়দার মামে ८झौद्भ জ্যের অভিযোগ হইল পরে তাঁহাতে দোষ প্রমাণ হওয়াতে নে পৰ্য্যস্ত সে ক্ষতি ধরিয়া নাদিবে, তদবধি কারাগুহে রাখতে আজ্ঞা হইল পরে তাঙ্কাকে বড়আদালতে আবেদন করিতে পরামশ দেওয়াতে সে তাহা করিল, তাহাতে এক জন বিচারফর্তা ঐ পিয়াদাকে নিরর্থক আসেধ নিমিত্তে ঐ ফৌজদারী আদালতের গুর নকে রোধ করিতে অজ্ঞা পাঠাইলেন, ঐ ইউরোপীয় উকিল একজন এদেশীয় লোককে ফৌজদারের বাটতে পাঠাইনেন ফৌজদার আদালতের আমলা ও বন্ধুবৰ্গবেষ্টিত ছিলেন, ইতিমধ্যে ঐ লোক তথায় প্রবেশ করিয়া তাহার দেওয়ানকে গ্রহণ করিবার চেষ্টা করিলেন, কিন্তু তাহারা তাঁহাতে বাধা দেওয়াতে র্তাহীকে প্রভূর নিকটে প্রত্যাগমন করিতে হইল, ঐ উকীল তাহ শুনিবামাত্রে এক প্রস্তুত অক্সধারীমনুষ্য লইয়। বলপূর্বক ঐ বাটাতে প্রবেশ করিতে চেষ্টা করিলেন, ফোঁজদার তাহার স্ত্রীলোকের যে বাটীতে আছেন তাহাতে এইকপ উপদ্রোহ দেখিয় দ্বাররোধ করিলেন, তাহাতে তুমূলবিবাদ উপস্থিত হইল ঐ উকিলের একজন সহচর ফৌজদারের পিতার মস্তকে অtঘাত করিল, এবং তিনি স্বয়ং ফৌজদারের ভগিনীপতির প্রতি পিস্তল করিলেন, কিন্তু তাহাতে তাহার প্রাণনাশ হইল না। হাইদনামক বড় আদালতের একজন বিচারকত্ত હરે