( ૨૦૪ ) অতঃপর বড়সাহেব সতক হইতে প্রতিজ্ঞ করিলেন, কারণ যদি এৰূপ দেখিয়াও কিছুই না বলেন তবে অবশ্যই রাজত্বের শেষ হইবে তিনি রাজাকে ঐ আদালতের শক্তি মানিতে নিষেধ কারলেন এবং তথাকার সেনাপতির প্রতি ঐ দগুনায়কের লোকদিগকে রোধ করিতে আজ্ঞা করিলেন রাজার গৃহ লুঠ ও ঐ সকল উপদ্রোহ সমাপন হইলে ঐ অজ্ঞ যাইল, কিন্তু যাইবামাত্রে তৎপক্ষীয় সমুদায় লোক রুদ্ধ হইল, এই কালে বড়সাহেব সমুদায় জমিদার ও তালুকদার এবং চৌধুরিদিগের নিকটে অজ্ঞ। পাঠাইলেন যে যাবৎ উহার ব্রিটেন দেশীয় প্রজ। না হয়েন অথবা কোন বিশেষ নিয়মে বদ্ধ মা হয়েন তাবৎ কদাচ ঐ অ}দ|লতের শক্তি মানিবেল না, এবং প্রদেশীয় সেনাপতিfদগের প্রতি ঐ আদালতের সাহায্য করিতে নিষেধ করিলেন । বড়আদালতের বিচারকত্ত্বার। ঐ সারজন এবং তাঙ্গার সকললোকের অাসেথ শুনিব মিত্রে কলিকতাস্থিত কোম্পানির নি- “ যোগকৰ্ত্তার প্রতিকূল্যচরণ করতে লাগিলেন ও সাধারণ করে। লয়ে তাহাকে রুদ্ধ করিলেন. পরে কাশীনাথ বাবুর অভিযোগে আমলাদিগের আসেধাজ্ঞীদনিহ্নে স্ত বড়সাহেবকে তাহার সভাস্থলোকের সহিত আহ্বান করিলেন, কিন্তু হষ্টিংস সাহেব একে বারে উত্তর করিলেন, যে তিনি কিম্ব। তাহার সহচরের বিচার কত্ত দিগের স্বশক্তিকম্পিত নিয়মানুসারে অজ্ঞা শুনিবেন না, ১৭৮০ শালের মাৰ্চমাসে এইৰূপ ঘটনী হইল, ও কলিকাতানিবালি ব্রিটেনদেশীয়ের এবং বড়সাহেব সভাস্থলোকের সহিত পালিয়ামেণ্টে ঐ আদালতের দৌরাত্ম)মোচন প্রথম করিলেন, তখায় এবিষয়ে উত্তম বিবেচনার পরে এক নুতন নিয়ম হুই ল, তাহাতে ঐ আদালতের বাঞ্ছিত সমুদারদেশের অধিকার লুপ্ত হইল, { * ঐ নূতন নিয়মের অজ্ঞ আসিবার পূর্বে হষ্টিংস সাহেব বিচ
পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/২২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।