পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ r ] রের নিকটবৰ্ত্তী হইয় এক বনমধ্যে সকল সৈন্ত স্থাপন করিয়৷ সপ্তদশ অশ্বীৰূঢ়ের সঙ্কিত রাজবাটীতে আপনি প্রবেশ করিলেন। ঐ রাজা ভোজন করিতেই বিপক্ষের আগমন এক্স করিয়! এক পশ্চাৎ দ্বার দিয়া বর্হিভূত হইয় নৌকারোহণ পূর্বক উড়িষ্য দেশে পলায়ন করিলেন, কিন্তু বেহ২ বলেন, যে ঢাকার নিকট বুদ্ধদেশের প্রাচীন রাজধানী বিক্রমপুরে গমন করিয়াছিলেন, নবদ্বীপস্থ লোকের বখতিয়ারের অধীন হইলেন, ও তদবধি হিন্দ রাজার শেষ হইল। ইংরাজী শালের ১২০৩ বৎসরে নবদ্বীপের পরাজয় অবধি ১৭৫৭ বৎসরে পলাশির যুদ্ধ পর্যন্ত সাদ্ধপঞ্চ শত বৎসর হইল, ও অধিককাল বাঙ্গল দেশস্থ হিন্দর। মুসলমান দিগের অধীন ছিলেন, তাহতেও স্বাধীন হইতে कन कै४केरळ माहे বখতিয়ার নবদ্বীপ হইতে গৌড় নগরে যাত্র করিয়া অনান্নামে তাহ জয় করিলেন, এবং হিন্দুদিগের মন্দির সক ল ভঙ্গিয় সেই দ্রব্যদ্বারা মসিদ নিম্মর্পণ করিলেন এইৰূপে এক বৎসরের মধ্যে সমুদায় বাঙ্গালা দেশ তিনি সম্ন ৰূপে পর জয় করেন, কিন্তু কোম২ লেকের কহেল, যে সোণার গা প্রভূক্তি প্রথমত অধিকৃত হয় নাই, অনেক বৎসর পর্যম্ভ স্বাধীন এবং ইহাও বোধহইতেছে যে সম্মুখস্থ কতক দেশ সম্পূর্ণ পরাজিত হয় নাই । বাঙ্গtল দেশ পরাজয়ের এক বৎসর পরে বখতিয়ার সসৈন্য হইয়। আসাম দেশ জয় করতে যাত্র করলেন। এরং দশ দিনের মধ্যে সুহ্মপুস্ত্র নদের বামপাশ্বে উপস্থিৰ হইয়। বাইল ফুকুরে পাষাণময় সাকো নিৰ্দ্ধিত করিয়া প্তার হইলেন, সেই সাঁকে অদ্যপি বৰ্ত্তমান আছে। পরে তিনি পূৰ্বতে আরোহণ করিয়া পরাজিত হইলেন, অতএব লজ্জিত ও ভগ্নচিত্ত হুইয়া প্রত্যাগমন করিয়ারঙ্গলৈাদেশ জয়ের তিন বংগর পরে লোকাস্তরগত হইলেন। এই তিন বৎসর মধ্যে দিল্লী হইতে অধিক দূরে থাকাতে তাহার যে ৰূপ ইচ্ছাইল তদনুসারে