| 3 | রাজা অত্যন্ত ভীত হইয়। ১৫৩৭শালে গোওয়াদেশে পোস্তুগ্নি সদিগের নিকটে সাহায্য প্রথন করাতে তথাকার প্রধান অধ্যক্ষ তাহার সাহায্যার্থে নয় খান যুদ্ধ জাহাজ প্রেরঃ করিলেন কিন্তু তাহীদের অসিতে অতিশয় বিলম্ব হইল। খ্ৰীষ্টিয়ানের অস্ত্র ধারণ করিয়া বাঙ্গালাদেশে এই সময়ে প্রথমে আসিলেন । সেরের আগমনে বাঙ্গালার রাজা মহম্মদ গৌড়নগরের মধ্যে লুক্কায়িত হইয়। রছিলেন কিন্তু খাদ্যদ্রব্যের অতিশয় অপ্রতুল হওয়াতে মোকায় আরোহণ পূর্বক প্রথমত হাজিপুরে পলায়ন করিয়া সেস্থান হইতে দুধারে গমন করিলেন তৎকালে ঐ দুনারে হুমায়ুন সৈন্য হইয়া ছিলেন সেরের আগমনে গৌড়স্থ সকল লোকে তাহাকে দ্বার খুলিয়া দিলেন কিন্তু হুমায়ূন ত} হীর সহিত যুদ্ধাথে আসাতে তাহাকে সামরমদেশে পলায়ন করতে হইল এবং ঐ সময়ে তিনি ধূৰ্ত্তত করিয়া রতাম অধি কার করিয়াছিলেন ঐ স্থান এক উচ্চ পৰ্বতের উপরিস্থিত যে স্থান হইতে শোণনদ স্পষ্টৰূপে দৃশ্য হয় এবং ঐ স্থানকে ভারতবর্ষের মধ্যে এক দৃঢ় গড় বলাফাইত। যখন রতাসে থাকিয় সেরসহ সবল হইতেছিলেন তখন গোঁড়াদশ লুঠ করিতে হুমায়ুন তিন মাস যাপন স্কুরলেন। পরে বৃষ্টি আরম্ভ হওয়াতে সুতরাং উহাকে দিল্লীতে প্রত্যাগমন করিতে হইল । প্রত্যাগমনকালে মহারাজের যে পথে অবশ্য যাইতে হুইবে সেই পথে কৰ্ম্মনাশ! নদীরতীরে সেরসহ নিজসৈন্য স্থাপনকরিয়তাঁহার আগমন রোধ করিলেন। মহারাজের সৈন্যের অগ্রসর হইতে বা পশ্চাৎ গমন করিতে অসমর্থ হইয়া । তিন মাস পর্যন্ত নিষ্কৰ্ম্ম হইয়া ভাবুতে রহিল অবশেষে হুমায়ূন সেরের নিকটে সমাচার পাঠাইলেন, যে যদি তিনি পথ ছাড়িয়াদেন তবে মহারাজ বাঙ্গাল ও বেহা র দেশ তাঁহাকে দিবেন । সের তাহাতে সৰ্ম্মত হইয় কোরান স্পশ করিয়৷ শপথ করিলেন যে তিনি মোগলদিগের অপকার
পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।