পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘ ( 8७ ) প্রস্তুত করিয়৷ তদারোহণ দ্বার প্রতিগ্রাম ও নগর লুঠকরিয়া সুেতোবৎ বেগে বাঙ্গালায় উপস্থিত হইলেন। বাঙ্গালার শুব: দায় কামান যুক্ত যুদ্ধার্থ নৌকার সহিত তাহার অগ্ৰে বিগ্রश्रर्ष গমন করিলেন । অসামীয়ের তাহার শক্তিতে পরাঞ্জিত হইলেন তাহাদিগের জাহাজে অগ্নিপ্রদান করাতে ক্ৰিয়ৎ লোক তীরে অসিয়াছিল কিন্তু তাহাদিগের চারি সন্থগুলেৰুের প্রাণ হারাইলেন । ইজলাম খাঁ তাহাদিগের স্বন্ধেঃ পর্যন্ত পশ্চাৎগামী হইয়। পঞ্চদশ দুর্গ অধিকার করিয়া অনেক লুঠকরিয়া লইলেন। ইজলাম খাঁর অধিকার এক বৎসরের অধিক ছিলন। কিন্তু এই অলপ কালের মধ্যে ঐ ৰূপে মুসলমানের কুচবেহার আক্রমণ করিয়াছিলেন। সুলতান সাসুজ। ১৬৩৯ শীলে মহারাজসাজেহানের দ্বিতীয় পুত্র সুলতানপূজা চতুৰ্বিংশতি বর্ষবয়সে বাঙ্গালার শাসন কৰ্ত্ত হইয়। প্রায় বিংশতি বৎসর পর্যন্ত অতি বিবেচনাপূর্বক এইস্থান শাসন করিলেন। কোন ভবিষ্যৎ বিবেচনাম্বারা বেহার দেশ স্বতন্ত্র রাজ্যাংশ কৃত হইল। সূত্র প্রথমতঃ রাজধানী ঢাকা হইতে রাজমহলে অনিলেন ও ঐ স্থান নানাপ্রকার উত্তম অউালিকাদ্বারা সুশোভিক্ত করিলেন । ঐ স্থানের রক্ষীকারণ যে সকল উপায় মান সিংহ করিয়াছিলেন তাহ ইনি বৰ্দ্ধিত করিলেন কিন্তু অনস্তর বৎসরে অগ্নিলাগিয়া ঐ নগরের উত্তমোত্তম অংশ নষ্ট হইল এবং গঙ্গার সুেতি অন্যদিগে বহিতৈ ভাগিল ঐ সু্যেত পূর্বে গৌড়নগরের ভিত্তির নিকট দিয়া যাইত কিন্তু তৎকালে অতি বেগে রাজমহলের ধারদিয়া যাইতে আরম্ভহইল এবং ঐ নগরের অনেক অট্টালিকা স্রোতে নিমগ্নকরিল। গৌড়নগর হইতে রাজসভা পুর্বেই স্থানান্তর হইয়াছিল সমুতি নদীসম্বন্ধ নষ্ট হও স্নাতে তৎস্থান একেবারে বন হইল অগ্নি ও নদীদ্বার রাজমহল :