পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ , ৬৯ ) • দিবিধ চেষ্টা করিলেন কিন্তু তিনি তাহ! শুনিলেন না যখন তিনি পালেশ্বরের পথে উপস্থিত হইলেন তথাকার শুবাদার দুইজন কোম্নানির কৰ্ম্মাধ্যক্ষকে প্রতিভূস্বৰূপে আটক ক্রয় রাশিমে যদ্যপিও এই দুইজন বন্ধী ছিলেন এবং দুইজন নায়েব ট্যকার নবাবের হস্তগত ছিলেন তথাপি হীর্থসাহেব ২৯ নবম্বর বাসে ধরে সৈন্য অবতারণ কfরয়। ঐস্থান লুঠ করিলেন ঐদিবসে তথকার শুবাদীর ঢাকায় নবাবের নিকটে নায়েবের যে সন্ধি স্থির করিয়াছিলেন তাহার প্রতিৰূপ পত্র পাইলেন যাহাতে স্থির ছিল যে মোগলদিগের আরাকান দেশ আক্রমণ করিতে ইৎ রাজের! সাহায্য করবেন। মীথ সাহেব উদ্দেশ লুঠকরিয়া চট্টগুমে চলি লেন এবং যেৰূপ তিনি আশা করিয়ছিলেন তাঙ্কাতে অধিক দূর্ঘটনা দেখিলেন অতএব ইং রাজের যে সকল দুঃখ ভোগকার •য়ছেন তাহাটীকীস্থ নবাবকে লিখিতে সম্মত হইলেন কিন্তু ঐয়ে জানুয়ামী মহাশয় পত্র প্রেরিত হইলে উত্তরাগমন অপেক্ষা নক রিয়া সকল জাহাজ আরাকানে চালাইলন তথায় উপস্থিত হই য়। রাজার নিকটে সংবাদ পঠাইলেন যে যদি তিনি তাঁহার রাজ্যে ইং রাজদেগের বসতি করিতে দেন তবে ইংরাজের মোগ লদিগের আক্রমণ করিতে র্তাহার সহিত যুক্ত হইবেন তাহার উত্তর চত্তদঃ দিবস পর্যন্ত নাজাসাতে ইথসাহেব অধৈৰ্য হই য়। যে পঞ্চদশ পোত উtহারছিল তাঁহাতে শাসনকৰ্ত্ত ওসমুদায় সভাসং এবং কোল্পানির ভূত্যবর্গ ও বাণিজ্যদুব সমুদায় লইয়া মানুজে গমন করিলেন। ইরাজের এত্তত্নেশে বাণিজ্য অীরুস্ত করিলে পর প্রায় পঞ্চাশ বৎসরপরে এইৰূপে তাই দিমকে বাঙ্গাল পরিত্যাধ করিতে হইল । মাদুর ও বোম্বেদেশ অতি সুরক্ষিত থাকাতে তৎস্থান ব্যতিরেকে নিজরাজ্যমধ্যে মইরাজ সমুদায় ইং রাজদেগের কারখানা নষ্ট্রকরিতে ও ইংশ্লো" দুব আটক করিতে অজ্ঞাকরিলেন।