পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

धैरे বাঙ্গালার ইতিহাস হইয়া থাকে। প্রাচীন প্রাচ্যে আসুর (Assyria ) ও বভেরু ( Babylon ), আফ্রিকার মিঞ্জাইম ( Egypt ) এবং প্রাচীন প্রতীচ্যে রোমক ও য়বন সাম্রাজ্যের অধঃপতনের ইতিহাস এই ভাবেই লিখিত হইয়াছিল। প্রাচীন গুপ্ত সাম্রাজ্য ধ্বংস করিয়া হ্রণ জাতি যখন আর্য্যাবর্তে উপনিবেশ স্থাপন করিল, হুণ বৰ্ব্বর যখন ম্নেচ্ছাচার ও ম্লেচ্ছভাষা পরিত্যাগ করিয়া আর্য্যধৰ্ম্ম ও আর্য্যভাষা অবলম্বন করিল, তখন প্রাচীন প্রাচ্য কিছুকালের জন্য বিশ্রামলাভ করিল। আরবে নবধৰ্ম্মের উন্মেষে যখন আজমে প্রাচীন পারসিক সাম্রাজ্যের ভিত্তি কম্পিত হইয়াছিল, তখন সে কম্পনের বেগ আর্য্যাবর্ভে বা দাক্ষিণাত্যে অনুভূত হয় নাই । শত বর্ষ পরে মহম্মদ বিন কাসেম যখন সিন্ধু জয় করিয়াছিলেন, উত্তরাপথে ও দক্ষিণাপথে তখনও সে প্রলয়-কালানলের উত্তাপ অনুভূত হয় নাই। যদি হইত তাহা হইলে ভারতবর্ষে প্রাচীন আর্য্য সভ্যতা সহসা বিনাশ প্রাপ্ত হইত না । দীর্ঘকাল মরুবাসী বর্বরজাতি কর্তৃক আক্রান্ত না হইয়া, আর্য্যাবৰ্ত্তবাসী বুভুক্ষপীড়িত বৰ্ব্বরের আক্রমণের তীব্র বেগ সহনে অনভ্যস্ত হইয়া পড়িয়াছিল, সেই জন্যই শতাব্দীদ্বয় পরিমিত সময়ে বাহলীক ও কপিশা হইতে কামরূপের সীমা পর্যন্ত আর্যভূমি ম্লেচ্ছ তুরুষ্কের পদানত হইয়াছিল। তখনও আর্য্যাবর্তে প্রাণ ছিল, আরব যে প্রকারে পারসিকের শব পদদলিত করিয়াছিল, ছয়শতবর্ষ পরে তুরুষ্ক হিন্দুকে তেমন করিয়া দলন করিতে পারে নাই । খৃষ্টীয় দ্বাদশ শতাব্দীর শেষ দশকে আর্য্যাবৰ্ত্ত বিজিত হইয়াছিল বটে, কিন্তু কতদূর বিজিত হইয়াছিল ? বিজিত প্রদেশে বিজেতার অধিকার কতদূর বিস্তৃত ছিল ? ভরসা করি ভারতবর্ষের ইতিহাস লেখক এই সকল তথ্যের মীমাংসা করিবেন। তিরেীরীর যুদ্ধে চাহমানরাজ নিহত হইলে আজমীর ও দিল্লী কি অবনত মস্তকে মুসলমানশাসন গ্রহণ করিয়াছিল ? চন্দোয়ারের যুদ্ধে গাহডবাল জয়চ্চন্দ্র নিহত হইলে, বিশাল গাহডবাল সাম্রাজ্য কি বিনা বাধায় বিজেতার করকবলিত হইয়াছিল ? এই সকল তথ্য মীমাংসার জন্য কেবল সত্যানুসন্ধিৎসা আবশ্বক। তাজ-উল-মাসির, তবকাৎ-ই-নাসিরী এবং কামিল-উৎ-তওয়ারিখ এখনও ভারতবর্ষ হইতে বিষ্ণুপ্ত হয় নাই। সপ্তদশ অশ্বারোহী লইয়া মহম্মদ বখতিয়ার খিলজি নবদ্বীপ বিজয় করিয়াছিলেন, ইহা ঐতিহাসিক সত্যরূপে প্রতিষ্ঠা করিতে হইলে নূতন