পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২ বাঙ্গালার ইতিহাস করিলেন। বাদ শাহী সেনা লইয়া সেনাপতি তাতার খ” একডাল পর্য্যন্ত র্তাহার পশ্চাদ্ধাবন করিলেন। সন্মুখযুদ্ধে পরাজিত হইয়া ইলিয়াস শাহ পুনরায় একডাল দুর্গে আশ্রয় গ্রহণ করিলেন। ফিরোজ শাহ শিবির হইতে ফিরিয়া আসিয়া দ্বিতীয়বার পাণ্ডুয়ায় প্রবেশ করিলেন এবং একডাল দুর্গ অবরোধ করিলেন । এই যুদ্ধে ইলিয়াস শাহের ৪৮টি হস্তী বাদশাহী সেনা কর্তৃক ধৃত হইয়াছিল ২২। রিয়াজ-উস্-সালাতীন অনুসারে ৪৪টি হস্তী ধৃত হইয়াছিল ৬৩ ৷ - দ্বিতীয়বার একড়াল দুর্গ অবরোধ করিয়াও দিল্লীশ্বর ফিরোজ শাহ গৌড়েশ্বরের দুর্ভেদ্য আশ্রয়স্থল অধিকার করিতে পারেন নাই । তিনি এইবারে কতদিন একডালা অবরোধ করিয়াছিলেন, তাহা কোনও মুসলমান ঐতিহাসিক কর্তৃক লিপিবদ্ধ হয় নাই । আফিফের মতানুসারে ফিরোজ শাহ দ্বিতীয়বার একডাল অবরোধ করিলে, একডালার অবরোধবাসিনী মুসলমান রমণীগণ অট্টালিকার ছাদে উঠিয়া, তাহার সম্মুখে অবগুণ্ঠন মোচন করিয়াছিলেন । মুসলমান সমাজে ইহা গভীর শোক ও দুঃখের চিহ্ন। এই দৃশ্ব দেখিয়া বাদশাহ অত্যন্ত বিচলিত হইয়াছিলেন । তিনি মনে করিলেন যে, নগর অধিকার করিবার জন্য র্তাহাকে বহু মুসলমান হত্যা করিতে হইয়াছে এবং দুর্গ অধিকার করিতে হইলে বহু মুসলমান হত্যা করিতে হইবে, তাহার সৈন্যগণের হস্তে বহু অবরোধবাসিনী সন্ত্রান্ত বংশীয় রমণী লাঞ্ছিত হইবেন । সুলতান ফিরোজ শাহের সমসাময়িক ঐতিহাসিক শমস্-ই-সিরাজ, আফিফ লিপিবদ্ধ করিয়া গিয়াছেন যে, গৌড়ীয় অবরোধবাসিনীগণের রোদনধ্বনিতে বিচলিত হইয়া বাদশাহ দিল্লীতে প্রত্যাবর্তন করিতে কৃতসঙ্কল্প হইয়াছিলেন ৬৪ । আফিফের এই উক্তি ফিরোজ শাহের গোঁড়াভিযানের বিফলতা গোপন করিবার জন্য লিপিবদ্ধ হইয়াছিল। বাদশাহ যখন গোঁড়াভিযানে যাত্রা করিয়াছিলেন, তখন কি জানিতেন না যে, গৌড়-যুদ্ধে বহু মুসলমান নিহত হইবে এবং তাহাদিগের পুত্র কলত্রের আর্তনাদ সতত তাহার কর্ণে প্রবেশ করিবে ? সন্মুখযুদ্ধে পরাজিত হইলেও ইলিয়াস্ শাহের সেন তখনও যুদ্ধ ;

  • (s) Ibid, pp. 295–97

(৬৩) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি অনুবাদ, পৃঃ ১০২ ৷ (98) Elliot's History of India, Vol. III, p. 297.