পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ ఫిలి পরিত্যাগ করে নাই, গৌড়-দেশ অধিকৃত হইলেও রাজধানীর প্রধান দুর্গ তখনও অনধিকৃত ছিল, এই অবস্থায় যুদ্ধ পরিত্যাগ করিয়া প্রত্যাবর্তন করা যদি বিজয় হয়, তাহ হইলে মুসলমান ঐতিহাসিকগণের উক্তি সত্য। বর্ষাকালে গৌড়দেশে অবস্থান অসম্ভব দেখিয়া এবং সুরক্ষিত দুর্ভেদ্য একডাল দুর্গ অধিকার অসম্ভব জানিয়া, গোঁড়াভিযানে ব্যর্থ-মনোরথ হইয়া দিল্লীর বাদশাহ, ফিরোজ শাহ প্রত্যাবর্তন করিতে বাধ্য হইয়াছিলেন । জিয়া-উদ্দীন বাণী বঙ্গদেশীয় রাজা ও পদাতিক সেনার কাপুরুষতার কথা লিপিবদ্ধ করিয়াছেন। তিনি বলিয়াছেন যে, যুদ্ধের প্রারম্ভে বাঙ্গালী রাজগণ ও তাঁহাদিগের পদাতিক সেনা আস্ফালন করিতেছিল, কিন্তু যুদ্ধ আরম্ভ হইলে তাহারা ভয়ে অস্ত্রশস্ত্র পরিত্যাগ করিয়া ভূমি চুম্বন করিয়াছিল ৬৫ শৰ্মসূ-ই-সিরাজ আফিফা সুলতান, শমস্-উদ্দীন, ফিরোজ, শাহের কাপুরুষতার কথা লিপিবদ্ধ করিয়াছেন, তিনি বলেন যে, যুদ্ধে পরাজিত হইয়া ইলিয়াস শাহ যখন পলায়ন করিতেছিলেন, তখন ফিরোজ শাহের সেনাপতি খান-ই-আজম তাতার খণ র্তাহাকে সম্মুখযুদ্ধে আহ্বান করিয়াছিলেন, কিন্তু ইলিয়াস শাহ যুদ্ধ না করিয়া পলায়ন করিয়াছিলেন ৬৬ ৷ ইহা সত্য হইলেও হইতে পারে কিন্তু এই কাপুরুষ সুলতান, তাহার অধীন কাপুরুষ বাঙ্গালী রাজগণ এবং তাহাদিগের অধীন কাপুরুষ পদাতিক সেনার জন্য ভারতেশ্বর ফিরোজ শাহকে একডালার অবরোধ পরিত্যাগ করিয়া দিল্লীতে প্রত্যাবৰ্ত্তন করিতে হইয়াছিল । জিয়া-উদ্দীন, বাণী স্পষ্ট স্বীকার করিয়া গিয়াছেন যে, গোঁড়াভিযানে ফিরোজ, শাহের দুৰ্ব্বলতাই প্রকাশ পাইয়াছিল এবং সৌভাগ্যক্রমে বর্ষাকাল আসিয়া পড়ায়, পরাজয়ের পরিবর্তে উহাই প্রত্যাবর্তনের কারণ বলিয়া নির্দিষ্ট হইয়াছিল ২* শমসূ-ই-সিরাজ, আফিফও স্বীকার করিতে বাধ্য হইয়াছেন যে সুলতান ফিরোজ শাহ প্রত্যাবর্তনের আদেশ প্রদান করিলে, র্তাহার অনুচরবর্গ অত্যন্ত প্রীত হইয়াছিল। কেবল বীরাগ্রগণ্য তাতার খ৭ বার বার দিল্লীশ্বরকে গৌড়রাজ্য অধিকার করিয়া শমস্-উদ্দীন ইলিয়াস শাহকে সম্পূর্ণরূপে শাসন করিতে পরামর্শ দিয়াছিলেন । (**) Journal of the Asiatic Society of Bengal, Vol. XLII, 1873, pt. I. p. 255. 参 (*) Elliot's History of India, Vol. III, p. 296. (**) Ibid, p. 254. Ibid, P. 297線 (دهانه)