পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ షి4 ফিরোজ শাহ প্রত্যাবর্তনের ছলে একডাল হইতে সপ্তক্রোশ দূরে গঙ্গাতীরে আসিয়া শিবির স্থাপন করিয়াছিলেন । রবিউল-আখের মাসের পঞ্চম দিবসে শমস্-উদ্দীন ইলিয়াস শাহ একডাল হইতে বহির্গত হইয়া ফিরোজ শাহের সেনা আক্রমণ করিয়াছিলেন । উক্ত মাসের সপ্তম দিবসে ফিরোজ শাহ গৌড়রাজ্যের বন্দিদিগকে মুক্তিপ্রদান করিয়াছিলেন। উক্তমাসের সপ্তবিংশ দিবসে তিনি সন্ধিস্থাপন করিয়া দিল্লী অভিমুখে যাত্রা করিয়াছিলেন এবং শাবান মাসের দ্বাদশ দিবসে দিল্লীতে উপস্থিত হইয়াছিলেন । ৫ । ফিরোজ শাহের প্রত্যাবর্তনের অল্পদিন পরে শমস্-উদ্দীন ইলিয়াস শাহ নৌকাযোগে সুবর্ণগ্রাম অভিমুখে যাত্রা করিয়া সহসা সুলতান ফখরু-উদ্দীন মবারকৃ শাহকে আক্রমণ করিয়া সুবর্ণগ্রাম অধিকার করিয়াছিলেন ৭৬ ৷ রিয়াজ-উস-সালাতন অনুসারে ৭৫৫ হিজরায় সুলতান শমস্-উদ্দীন ইলিয়াস শাহ বহুমূল্য উপঢেকিনের সহিত দিল্লীতে সুলতান ফিরোজ শাহের নিকট দৃত প্রেরণ করিয়াছিলেন। ইলিয়া নৃ শাহ সৰ্ব্বদা ফিরোজ শাহের ভয়ে ভীত থাকিতেন এবং সেইজন্য ৭৫৭ হিজরায় ( ১৩৫৬ খৃষ্টাব্দে ) সন্ধির প্রস্তাব করিয়া পুনৰ্ব্বার দূত প্রেরণ করিয়াছিলেন। এই সময়ে সন্ধি স্থাপিত হইয়াছিল এবং দিল্লীর সাম্রাজ্য ও গৌড়রাজ্যের সীমা নির্দিষ্ট হইয়াছিল । এই সময় হইতে বাঙ্গালায় গৌড়রাজ্যের স্বাধীনতা দিল্লীর বাদশাহগণ কর্তৃক স্বীকৃত হইয়াছিল । ৭৫৮ হিজরীয় (১৩০৮ খৃষ্টাব্দে ) সুলতান শমস্-উদ্দীন ইলিয়াস শাহ গোঁড় হইতে মালিক তাজ-উদ্দীন ও অন্যান্য ওমরাহগণকে বহুমূল্য উপঢৌকন সহ দিল্লীতে প্রেরণ করিয়াছিলেন। সুলতান ফিরোজ শাহ মালিক সৈফ-উদ্দীন শাহ নফলের সহিত বহুমূল্য আরব ও তুরস্কদেশীয় অশ্ব ও অন্যান্য বহু মহাহৰ্ণ উপঢৌকন গৌড়ে প্রেরণ করিয়াছিলেন । মালিকৃ সৈফ-উদ্দীন ও মালিক, তাজ-উদ্দীন বিহারে আসিয়া শুনিলেন যে, সুলতান শমসূ-উদ্দীন ইলিয়াস শাহ দেহত্যাগ করিয়াছেন । ইহা শুনিয়া মালিকৃ সৈফ-উদ্দীন উপহারের দ্রব্যাদি বিহার প্রদেশের বাদশাহী সেনার মধ্যে বেতনের পরিবর্তে বিতরণ করিয়াছিলেন কথিত আছে যে, সুলতান ফিরোজ শাহ পাণ্ডুয়াকে (৭৫) তৰকাৎ-ই-আকবরী, ইংরাজি অনুবাদ, পৃ: ২৪৫। (*) Elliot's History of India, Vol. III, p. 304. (৭৭) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি অনুবাদ, পৃঃ ৩০৩।