পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిట বাঙ্গালার ইতিহাস ফিরোজাবাদ এবং একডালাকে আজাদপুর আখ্যা প্রদান করিয়াছিলেন । পাণ্ডুয়ায় তাহার নামে খোংবা পঠিত হইয়াছিল"। রিয়াজ-উস-সালাতীন অনুসারে শমস্-উদ্দীন ইলিয়াস শাহ ষোড়শ বৎসর কতিপয় মাস রাজত্ব করিয়াছিলেন । ৭৫৮ হিজরার পরে এবং ৭৬১ হিজরার পূর্বে কোনও সময়ে সুলতান শমস্-উদ্দীন ইলিয়াস্ শাহের মৃত্যু হইয়াছিল, কারণ শেষোক্ত বর্ষে ইলিয়াস শাহের পুত্র সিকন্দর শাহ বাঙ্গালার সিংহাসনে উপবিষ্ট ছিলেন । সুলতান শমস্-উদ্দীন ইলিয়াস্ শাহের রাজ্যকালের কোন শিলালিপি বা প্রাচীন কীৰ্ত্তি অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। আলা-উদ্দীন আলী শাহ যখন জীবিত, তখন হইতেই ইলিয়াস শাহ স্বাধীন হইবার চেষ্টা করিতেছিলেন । আলা-উদ্দীন আলী শাহ তাহাকে কারাগারে আবদ্ধ রাগ্লুিতে বাধ্য হইয়াছিলেন ৮° । ফিরোজাবাদে আলা-উদ্দীন আলী শাহের জীবদ্দশায়, শমস্-উদ্দীন ইলিয়াস শাহ ৭৪০ ও ৭৪৪ হিজরীয় নিজ নামে মুদ্রাঙ্কন করাইয়াছিলেন ৮০ i ৭৪৬ হিজরার পরে মুদ্রিত আলা-উদ্দীন আলী শাহের নামাঙ্কিত মুদ্রা অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই, সম্ভবতঃ এই বর্ষে (১৩৪৫ খৃষ্টাব্দে ইলিয়াস শাহ আলী শাহকে হত্যা করিয়া গৌড়রাজ্য অধিকার করিয়াছিলেন । পাণ্ডুয়া বা ফিরোজাবাদে মুদ্রিত হিজরাব্দের ৭৪০, ৭৪৪, ৭৪৬-৫১ ও ৭৫৩– ৫৮ ৮২ বর্ষের মুদ্র আবিষ্কৃত হইয়াছে । সুলতান ফিরোজ শাহ একডালা দুর্গ-অবরোধ পরিত্যাগ করিয়া দিল্লী অভিমুখে যাত্রা করিলে সুলতান শমসউদ্দীন ইলিয়াস শাহ ফখরূ-উদ্দীন মবারক শাহকে পরাজিত করিয়া সুবর্ণগ্রাম অধিকার করিয়াছিলেন । ৭৫৪-৫৫ হিজরায় (১৩৫৩-৫৪ খৃষ্টাব্দে ) গৌড়েশ্বর কর্তৃক সুবর্ণগ্রাম বিজিত হইয়াছিল। ইহার পূৰ্ব্বে বোধ হয় শমস্-উদ্দীন ইলিয়াস শাহ কিছুদিনের জন্য সুবর্ণগ্রাম অধিকার করিয়াছিলেন, কারণ র্তাহার নামে ৭৫৩ ও ৭৫৪ হিজরায় ও সুবর্ণগ্রামে মুদ্রাঙ্কিত রাজতমুদ্র আবিষ্কৃত (av) Elliot's History of India, Vol. III, p. 298. (৭৯) রিয়াজ-উস-সালাতান, ইংরাজি অনুবাদ, পৃঃ ১০৩ ৷ ঐ, পৃঃ ৯৮ ৷ (۶۰) و (v*) Thomas Initial Coinage of Bengal, p. 62. (vs) Ibid; H. N. Wright, Catalogue of Coins, Indian Museum, Calcutta, Vol. II. pt. II, p. 151, No. 28.