পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बर्छ अब्रिट्ष्झन $0S. कौडिब्रश्भाजाग्न क्रूज जैबङ्गख्त्रि क्रूज ब्राजात्र क्रूज शृङ्को उच्वण श्रेया উঠিয়াছিল। গৌড়েশ্বর বিজয়সেনের সমসাময়িক নরপতি কার্ণাটবংশীয় নান্তদেব, মিথিলায় যে রাজ্য স্থাপন করিয়াছিলেন, তাহ বার বার মুসলমান সেনা কর্তৃক আক্রান্ত হইয়াও খৃষ্টীয় চতুর্দশ শতাব্দীর তৃতীয় পাদ পৰ্য্যন্ত অক্ষুণ্ণ ছিল। মহম্মদ-বিনূ-তোগলক শাহের রাজ্যকালে তীরভূক্তি সৰ্ব্বপ্রথমে দিল্লীর বাদশাহকে কর প্রদান করিয়াছিলেন, ফিরোজ শাহের রাজ্যকালে তীরভূক্তিতে সৰ্ব্বপ্রথমে রাজস্ব সংগ্রহের জন্য বাদশাহী কৰ্ম্মচারী নিযুক্ত হইয়াছিল। এই সময়ে বাঙ্গালার স্বাধীন সুলতান শমস্-উদ্দীন ইলিয়াস শাহ তীরভূক্তি আক্রমণ করিয়া লুণ্ঠন করিয়াছিলেন। ইহার পরে ক্রমে ক্রমে তীরভূক্তি মুসলমানগণ কর্তৃক অধিকৃত হইয়াছিল। বাঙ্গালার স্বাধীন সুলতানগণের রাজ্যকালে ঐতিহাসিক ঘটনাবলী আলোচনা করিবার পূর্বে মুসলমান বিজয়ের পরবর্তিযুগে প্রাচীন তীরভূক্তি ও মিথিলার ইতিহাস আলোচনা করা আবশ্ব্যক । মিথিলার কর্ণাট রাজবংশের ইতিহাস অদ্যাবধি কোন ভাষায় লিপিবদ্ধ হয় নাই। ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড-প্রমাণ সংগ্ৰহ করিয়া অসাধারণ অধ্যবসায় সহকারে বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ শ্ৰীযুক্ত মনোমোহন চক্রবর্তী প্রাচীন মৈথিল ইতিহাসের যে কঙ্কাল যোজনা করিয়াছেন, তাহাই ঐতিহাসিকের একমাত্র অবলম্বন ১ । পূৰ্ব্বভাগে একাদশ পরিচ্ছেদে বিজয়সেনের রাজ্যকালীন ঘটনা-প্রসঙ্গে নাকদেবের নাম উল্লিখিত হইয়াছে। নেপালরাজ জয়প্রতাপমল্পের শিলালিপিতে নান্যদেব কার্ণাটক-রাজবংশের প্রথম রাজা বলিয়া উল্লিখিত হইয়াছেন ২ । নেপালরাজ বংশাবলীতে কার্ণাটক রাজবংশের তালিকায় সৰ্ব্বপ্রথমে নান্যদেবের নাম দেখিতে পাওয়া যায় । হিন্দ্র বা মুসলমান রচিত ঐতিহাসিক গ্রন্থ, শিলালেখ, তাম্রশাসন ও প্রাচীন মুদ্রার অভাব বশতঃ প্রাচীন মৈথিল ইতিহাস রচনার পথ সুগম নহে। তীরভূক্তিতে রচিত প্রাচীন সংস্কৃত গ্রন্থমালার পৃম্পিক ও নেপালে আবিষ্কৃত নেপালের রাজবংশাবলী অবলম্বনে চক্রবর্তী মহাশয় তীরভূক্তি ও মিথিলার প্রাচীন ইতিহাস সঙ্কলন করিয়াছেন। কার্ণাট (>) Journal and Proceeding of the Asiatic Society of Bengal, New Series, Voi. XI, pp, 407-433, (•) Indiam Antiquary, vól. Ix, 1880, p. 18s. , (e) Ibid, Vol. XIII, 1884, p. 414. g