পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ ○ প্রমাণের আবিষ্কার আবশ্বক। বিহার হইতে নবদ্বীপ বহু দূরে অবস্থিত। গৌড়, রামাবতী, লক্ষ্মণাবতী ও পৌণ্ডবৰ্দ্ধন পরিত্যাগ করিয়া খলজ মালিক নবদ্বীপ অভিমুখে ধাবিত হইয়াছিলেন কেন ? নবদ্বীপ কি কখনও বাঙ্গালার রাজধানী হইয়াছিল ? তাহার প্রমাণ কোথায় ? “বল্লালচরিতে” অথবা “পবনদূতে" থাকিতে পারে, কিন্তু সে উক্তি ঐতিহাসিক প্রমাণরূপে গ্রাহ নহে । নবদ্বীপ বিজয়ের পরে লক্ষ্মণসেনের অথবা সেনবংশের অধিকার লুপ্ত হইয়া আসিলে, বখতিয়ার পশ্চাৎপদ হইয়া লক্ষ্মণাবতীতে রাজধানী স্থাপন করিয়াছিলেন কেন ? নবদ্বীপ বিজয়ের পঞ্চপঞ্চাশং বর্ষ পরে আবার নবদ্বীপ বিজয়ের প্রয়োজন হইয়াছিল কেন ? এই গুলি ঐতিহাসিক সমস্যা-ইহা পূরণের ক্ষমতা বর্তমান যুগের ঐতিহাসিকের নাই। যাহা ভূগর্ভে অথবা ভবিষ্যদগর্ভে নিহিত আছে তাহ যখন দিবালোক দর্শন করিবে, ভরসা করি, তখন বাঙ্গালী ঐতিহাসিক, বাঙ্গালার নূতন ইতিহাস রচনা করিয়া ইতিহাসানুরাগী পাঠকবৃন্দের কৌতুহল নিবারণ করবেন। নবদ্বীপ লুণ্ঠন করিয়া বখতিয়ার স্বেচ্ছায় অথবা বাধ্য হইয়া প্রত্যাবর্তন করিয়াছিলেন । তিনি কোন পথে নবদ্বীপে গিয়াছিলেন আমরা তাহা অবগত নহি, তিনি কোন পথে নবদ্বীপ হইতে প্রত্যাবর্তন করিয়াছিলেন আমরা তাহাও অবগত নহি । কোন বৎসরে, কোন মাসে লক্ষ্মণাবতী অবরুদ্ধ ও বিজিত হইয়াছিল, সেনবংশীয় কোন রাজা তখন লক্ষ্মণাবতীর । সিংহাসনে আরূঢ় ছিলেন আমরা তাহার কিছুই জানি না । এই মাত্র জানি যে, খৃষ্টীয় দ্বাদশ শতাব্দীর শেষ পাদে লক্ষ্মণাবতী বিজিত হইয়াছিল। নবদ্বীপ লুষ্ঠিত ও লক্ষ্মণাবতী বিজিত হইলেই কি গৌড়বঙ্গ মুসলমানগণের পদানত হইয়াছিল ? মুসলমান বিজয়ের পরে উৎকীর্ণ শিলালিপি ও প্রদত্ত তাম্রশাসন অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই, হিন্দুর রচিত কোন ইতিহাস নাই ; সেই রাষ্ট্র-বিপ্লবের যুগে কোনও বিদেশীয় পৰ্য্যটক গৌড়বঙ্গভ্রমণে আসেন নাই, সুতরাং মুসলমানরচিত মুসলমানবিজয়ের ইতিহাস হইতেই এই সমস্যা পূরণের চেষ্টা করিতে হইবে। তবকাৎ-ই-নাসিরং ও তাজ-উল-মাসির°. মুসলমান বিজয়ের সমসাময়িক গ্রন্থ ; তন্মধ্যে তাজ-উল-মাসিরে বখতিয়ারের (১) তবকাৎ-ই-নাসিরী, ইংরাজী অনুবাদ, পৃঃ ২৫৯ ৷ (*) Elliot's History of India, Vol. II, p. 210. (e) Ibid, p. 259.