পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बर्छ नद्भिदलहन oఠి অপর গুল গণেশ্বর স্বরচিত “সুগতি সোপান” নামক গ্রন্থে লিপিবদ্ধ করিয়া গিয়াছেন যে, তিনি হরসিংহদেবের মন্ত্রী ছিলেন • । বিদ্যাপতি রচিত “পুরুষ পরীক্ষা” নামক গ্রন্থেও দেখিতে পাওয়া যায় যে, গণেশ্বর হরসিংহদেবের মন্ত্ৰী ছিলেন , । কৃত্যরত্নাকর, দানরত্নাকর ও বিবাদরত্নাকর অনুসারে চণ্ডেশ্বর প্রভুর জন্য নেপালরাজ্য জয় করিয়াছিলেন । নেপাল জয়ের পরে হরসিংহদেবের মহাসান্ধিবিগ্রহিক চণ্ডেশ্বর ১২৩৬ শকাব্দের (১৩১৪ খৃষ্টাব্দে ) অগ্রহায়ণ মাসে বান্ধতী নদীতীরে তুলাপুরুষ দান করিয়াছিলেন । হরসিংহদেবের রাজ্যকালে মিথিলামুসলমানগণ কর্তৃক আক্রান্ত হইয়াছিল। দানরত্নাকরে লিপিবদ্ধ আছে যে, চণ্ডেশ্বর স্লেচ্ছমহাৰ্ণবে মগ্না ধরিত্রীকে উদ্ধার করিয়াছিলেন” । কবিশেখরাচার্য্য জ্যোতিরীশ্বর প্রণীত ধূৰ্ত্তসমাগম নামক নাটকায় দেখিতে পাওয়া যায় যে, কর্ণাটচূড়ামণি রাজা হরসিংহদেব স্বরত্রাণকে জয় করিয়াছিলেন ১৯ । আরবী “সুলতান” শব্দ সংস্কৃত ভাষায় “স্বরত্রাণ” আকার ধারণ করিয়াছে, আর্য্যাবর্তের বহু শিলালিপিতে ইহার প্রমাণ পাওয়া যায় চক্রবর্তী মহাশয় অনুমান করেন যে, হরসিংহদেবের সহিত ষে সুলতানের যুদ্ধ হইয়াছিল, তিনি দিল্লীর সুলতান গিয়াস-উদ্দীন তোগলক শাহ.*s । জিয়া-উদ্দীন বাণী রচিত তারিখ-ই-ফিরোজ শাহীতে দেখিতে (e) বেদস্তৃতি পুরাণাদি দৃষ্ট লোকহিতৈষিণঃ। কৃতং গতিসোপানং শ্ৰীগণেNরমণি ॥ —স্বৰ্গতিসোপান-১ম শ্লোক। (৭) আসীম্মিথিলায়াং কার্ণাটকুলসম্ভবো হরিসিংহদেবে নাম রাজা । তস্য সাখ্যসিদ্ধাপ্ত পারগামী-দওনীতিকুশলো গণেশ্বরনামধেয়ে মন্ত্রী বভূৰ। —পুরুষ পরীক্ষা ২য় অধ্যায়। (v) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, New Series, Vol. XI, p. 41!, not 3. (e) Ibid, p. 411, f (se) Rajendra Lala Mitra, Notices of Sanskrit Manuscripts, Voli VI, p. 135, No, 2069. (>3) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, New Series, Vol. XI. p. 411. (*) Cunningham Reports of the Archæological Survey of India Vol. III, pp. 127-28 Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLIII, 1874, p. 108. (»•) Ibid, New Series, Vol, XI, p. 412.