পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

धर्छ अब्रिट्ष्झन $0& নরসিংহদেবের মন্ত্রী ছিলেন, ১৯ রামদত্ত চণ্ডেশ্বর ঠাকুরের পিতৃব্য-পুত্র “ । মহম্মদ-বিন্য-তোগালকের রাজ্যবিবরণে ত্রয়োবিংশতি প্রদেশের মধ্যে তীরভূক্তি বা তীরহুতের নাম নাই, কিন্তু দুইবার তেলিঙ্গদেশের নাম আছে। চক্রবর্তী মহাশয় অনুমান করেন যে, লিপিকর প্রমাদ বশতঃ তীরহুত স্থানে তেলিঙ্গ লিখিত হইয়া থাকিবে ২২ । মহম্মদ-বিন তোগলক শাহ তীরহুতে মুদ্র মুদ্রাঙ্কন করাইয়াছিলেন ২৩ ৷ ফিরোজ শাহ যখন বাঙ্গালার সুলতান শমস-উদ্দীন ইলিয়াস শাহের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিয়াছিলেন, তখন তিনি গঙ্গার দক্ষিণ তীরবর্তী প্রাচীনপথ অবলম্বন না করিয়া উত্তরতীর ধরিয়া দিল্লী হইতে গোরক্ষপুরে উপনীত হইয়াছিলেন । মহম্মদ-বিন্য-তোগলক শাহ যখন গিয়াস-উদ্দীন বহাদর শাহের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিয়াছিলেন তখন তিনিও সম্ভবতঃ গঙ্গার উত্তরতীরের পথ অবলম্বন করিয়াছিলেন। ফিরোজ শাহ গোরক্ষপুর, খরোসা ও তীরন্থতের রাজগণকে কর প্রদান করিতে বাধ্য করিয়াছিলেন এবং তাহার সময়ে সৰ্ব্বপ্রথমে তীরস্থতে রাজস্ব সংগ্রহের জন্য বাদশাহী কৰ্ম্মচারী নিযুক্ত হইয়াছিল ২s । জিয়া-উদ্দীন বাণী রচিত ফিরোজ (33) আনম্রক্ষিতিপালমেলিবলভীপ্রত্যুপ্তরত্নাংকুর— জ্যোতিঃ ক্ষপিতপাদপদ্মযুগলঃ শ্ৰীমান্ন, সিংহে নৃপঃ। সোর্ধ্যক্রনিকষঃ প্রশাস্তি মিথিলাতুমডেলং রংজয়ন, কাণপটায়ভূষণঃক্তধিরাং নির্ব্যাঙ্গ কল্পক্রমঃ। মংত্রী তস্য মরুত্বতে গুরুরিব শ্রীরামদত্তঃ সতীম্ আধার: সুকৃতী সমস্তভূবনপ্রখ্যাতদানোৎসব । —দান পদ্ধতি, ইণ্ডিয়া আফুিসের পুধি মং ১৭১৪, পৃঃ ৫৫০ । (**) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, New Series, Vol. XI, p. 413 (**) Thomas, Chronicles of the Pathan Kings of Delhi, p. 203, note 1. (**) Journal and Proceedings of the Asiatic Society of Bengal. New Series, Vol. XI, p. 412. (**) H. N. Wright's Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II. pt. I, p. 60, No. 384. (ss) fral-ề#n st# fờs stfN -#-f#ạtu. *f# ( Bibiíótheca Inđica f مv، و tras Tw.