পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SOb বাঙ্গালার ইতিহাস । খৃষ্টাব্দে ) সিকন্দর শাহ অভিষিক্ত হইয়াছিলেন । সিকন্দর শাহের অভিষেকের অব্যবহতি পরে দিল্লীর সুলতান ফিরোজ শাহ দ্বিতীয়বার গৌড়দেশ আক্রমণ করিয়াছিলেন। পূৰ্ব্বে কথিত হইয়াছে যে, ফিরোজ শাহ প্রথম গোঁড়াভিযান হইতে দিল্লীতে প্রত্যাবর্তন করিলে সুলতান শমসূ-উদ্দীন ইলিয়াস শাহ সহসা সুবর্ণগ্রাম আক্রমণ করিয়া ফখরূ-উদ্দীন মবারক শাহকে পরাজিত ও নিহত করিয়াছিলেন। ইলিয়াস শাহ কর্তৃক সুবর্ণগ্রাম আক্রমণের সময়ে তাহার জামাতা জফরত থী রাজস্ব-সংগ্রহ ও সংগ্রহকারী কৰ্ম্মচারিগণের হিসাব পরীক্ষা করিবার জন্য রাজ্যের নানা স্থানে ভ্রমণ করিয়া বেড়াইতেছিলেন । সুলতান ফখরূ-উদ্দীন মবারক শাহের মৃত্যুর পরে তাহার আত্মীয় ও অনুচরবর্গ ছত্রভঙ্গ হইয়া পড়িয়াছিল। এই সংবাদ শ্রবণ করিয়া জফর খাঁ পূৰ্ব্ববঙ্গ পরিত্যাগ করিয়া পলায়ন করিয়াছিলেন। তিনি সমুদ্রপথে সুবর্ণগ্রাম পরিত্যাগ করিয়া সমগ্র ভারতবর্ষ প্রদক্ষিণ করিয়া সিন্ধুদেশে তত্ত বন্দরে উপনীত হইয়াছিলেন ৩১। তবকাং-ই-আকৃবরী অনুসারে ৭৫৮ হিজরায় (১৩৫৭ খৃষ্টাব্দে ) জফর ঐ তত্তা বন্দর হইতে হিসার ফিরোজায় উপস্থিত হইয়াছিলেন ও । জফর শ্ৰী যখন বাদশাহের দরবারে উপস্থিত হইয়াছিলেন তখন শমস-ই সিরাজ আফিফের পিতা ফিরোজ শাহের খাওয়াস ছিলেন । জফর খা বাদশাহী দরবারে ঐশ্বৰ্য্য দেখিয়া অত্যন্ত বিস্মিত হইয়াছিলেন । জফর খা বাদশাহকে একটি হস্তী উপহার দিয়াছিলেন, বাদশাহ তাহাকে খেলাত দিয়া সাদরে অভ্যর্থনা করিয়াছিলেন। তিনি ও র্তাহার অনুচরবর্গ পরিচ্ছদ প্রাপ্ত হইয়াছিলেন এবং প্রথম দিন বস্ত্রাদি ধৌত করণের জন্য তিনি ত্রিংশং সহস্ৰ তাম্রমুদ্র প্রাপ্ত হইয়াছিলেন। ইহার পরে জফর ধী ও র্তাহার অনুচরবর্গ ভরণপোষণের জন্য চারি লক্ষ তাম্রমুদ্রা প্রাপ্ত হইয়াছিলেন। তিনি প্রথমে নায়েব উজীর ও পরে উজীর নিযুক্ত হইয়াছিলেন। কিছুকাল পরে সুলতান ফিরোজ শাহ জাফর খাকে বিষয় দেখিয়া কারণ জিজ্ঞাসা করায় জফর খাঁ তাহাকে উাহার আবেদনের কথা স্মরণ করাইয়া দিয়াছিলেন । मृणठांटनब्र श्रादनटल अकब्र बैं। निर्झौटङ बैं-३-जश'iब्र निकटछे अभन कब्रिब्रांಸ್ಥಾ । थै-३-जई ठीशरक दाम्लांटझ्द्र कर्नबू जबब (शब्रिव4 थांनांन) (*) Elliot's History of India, Vol. Isi, pp. 303–4. (७) उवक९-रे-चाँक्रबी, रेरबांवि चवृगांश, १ः ९s* ।